শনিবার ● ১ জুন ২০১৩
প্রথম পাতা » শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস-২০১৩ » আজও আইসিটি নিউজ শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে
আজও আইসিটি নিউজ শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে
সার্চ ইঞ্জিন গুগলের বিজ্ঞান মেলায় দেশের বিজ্ঞান শিক্ষার্থীদের অংশগ্রহণে আগ্রহী করে তুলতে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ও ক্যাম্প। বিজ্ঞান শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি অনুরাগী ও বিজ্ঞানের মূল রীতিনীতির ওপর দক্ষ করে তোলার লক্ষ্যে ঢাকায় বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) যৌথ উদ্যোগে এ বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে ।
বিজ্ঞান কুইজ, প্রকল্প প্রদর্শন, পোস্টার প্রদর্শনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো এফএসআইবি-বিএফএফ শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস..আগামীকাল দ্বিতীয় দিনেও চলবে প্রকল্প প্রদর্শন, পোস্টার প্রদর্শন, বিজ্ঞান বিষয়ক একাধিক কর্মশালা..সারাদিনে কংগ্রেসে থাকবেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ড. আবেদ চৌধুরীসহ খ্যাতনামা বিজ্ঞানী ও অধ্যাপকবৃন্দ..আগামীকাল বিকেলে ঘোষনা করা হবে পুরস্কার বিজয়ীদের নাম..সমাপনী অনুষ্ঠানে পুরস্কৃতদের দেওয়া হবে আকর্ষনীয় সব পুরস্কার …………………