শুক্রবার ● ৩১ মে ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » রাজধানীর শ্যাওড়াপাড়ায় দুই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা
রাজধানীর শ্যাওড়াপাড়ায় দুই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা
রাজধানীর শ্যাওড়াপাড়ায় দুই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে শ্যাওড়াপাড়ার শামীম সরণিতে অবস্থিত একটি ভাড়া ফ্ল্যাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতদের একজন বেসরকারি গ্রিন বিশ্ববিদ্যালয় থেকে সদ্য এমবিএ পাস করা রাজীব (২৮) এবং অপরজন বেসরকারি প্রতিষ্ঠান কাজী ফার্মসে কর্মরত ফয়সাল (৩০)।জানা যায়, ৫৫২, শামীম সরণি, শ্যাওড়াপাড়ায় অবস্থিত চারতলা ভবনের দোতলার একটি ফ্ল্যাটে কয়েক বন্ধু মিলে ভাড়া থাকতেন রাজীব ও ফয়সাল।
শুক্রবার দুপুরে রাজিব ও ফয়সাল ছাড়া ওই ফ্ল্যাটের বাকি চারজন জুম্মার নামাজের উদ্দেশ্যে বেরিয়ে যান। নামাজের পর ফ্ল্যাটে এসে তারা ওই দুইজনের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় ফ্ল্যাটের সদর দরজা খোলা ছিলো।পরে শেরেবাংলা নগর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করছে।শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান জানান, প্রথমে শ্বাসরোধ করে হত্যার পর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ওই দুইজনের মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা।