শুক্রবার ● ৩১ মে ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনে অংশ গ্রহন করবে না বিএনপি
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনে অংশ গ্রহন করবে না বিএনপি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অবস্থান সুস্পষ্ট করে বলেন ,বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত কোন নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করবে না।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যায় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ কথা বলেন । এর আগে তিনি দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এম ওসমান ফারুকের সঙ্গে বৈঠক করেছেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত কোন নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করবে না। সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন জায়াগায় যে সব প্রার্থী দলের সমর্থনের কথা বলছেন তাকে বায়বীয় আখ্যা দিয়ে তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন অরাজনৈতিক। সেখানে দলের সমর্থন দেয়া হয়েছে এর কোন প্রমাণ নেই। দলে থেকে এই নির্বাচনে কেউ অংশ নিতে পারবে না।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মুচলেকার শর্ত ভঙ্গ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীরের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তারেক রহমান কখন কার কাছে মুচলেকা দিয়েছেন, তা জাতির কাছে স্পষ্ট করেন। রাজনীতিতে মুচলেকা বলতে কোনো শব্দ নেই।
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার থেকে বিরত থাকতে তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করেন।