শুক্রবার ● ৩১ মে ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » রানা প্লাজার সামনে শ্রমিকদের মানববন্ধন, বিক্ষোভ
রানা প্লাজার সামনে শ্রমিকদের মানববন্ধন, বিক্ষোভ
ন্যায্য দাবি আদায়, মিথ্যা মামলা প্রত্যাহার ও বন্ধ কারখানাগুলো খুলে দেয়ার দাবিতে রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছেন তৈরি পোশাক শ্রমিকরা।শুক্রবার বিকেলে সাভারের আউকপাড়া এলাকার ডাইনেস্টি গ্রুপ (বিডি) লিমিটেডের ৩টি কারখানার কয়েকশ’ শ্রমিক এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ সময় বৃষ্টিতে ভিজে প্রায় দুই ঘন্টা শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন।
শিল্প এলাকার সকল শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ করা, বহিরাগত সন্ত্রাসী দ্বারা শ্রমিকদের ওপর অত্যাচার বন্ধ, সর্বনিন্ম মজুরি আট হাজার টাকা, সোয়েটার প্রতি পিস রেট বৃদ্ধি, বেতনের সঙ্গে চিকিৎসা ভাতা ও বাড়িভাড়া প্রদান করা সহ বন্ধ কারখানা অবিলম্বে খুলে দিয়ে শ্রমিকদের কাজের সুযোগ করে দেয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।