শুক্রবার ● ৩১ মে ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » স্পট ফিক্সিংয়ের কবলে বাংলাদেশের ক্রিকেট
স্পট ফিক্সিংয়ের কবলে বাংলাদেশের ক্রিকেট
পাতানো খেলার অভিযোগ যুগ যুগ ধরেই আছে আন্তর্জাতিক খেলায়। আন্তর্জাতিক খেলার বাইরে ঘরোয়া বা কোনো দেশের নিজস্ব খেলায়ও এই অভিযোগ পাওয়া গেছে। খেলোয়াড়, আম্পায়ার, রেফারিসহ খেলার সাথে জড়িতরা এই পাতানো খেলায় জড়িত থাকেন। মূলত খারাপ খেলে নিজের দলকে হারিয়ে দিতে ওই দলের খেলোয়াড় বা সংশ্লিষ্টদের সাথে অর্থের বিনিময়ে চুক্তি হওয়াটাই পাতানো খেলা বা স্পট ফিক্সিং।
পাতানো বা স্পট ফিক্সিংয়ে বিভিন্ন সময় বিশ্বের নামিদামি খেলোয়াড়রাও জড়িয়ে পড়েছেন এবং শাস্তিও পেয়েছেন।
সম্প্রতি বাংলাদেশের ক্রিকেট অঙ্গনেও পাতানো খেলা অভিযোগ উঠেছে। দেশের উজ্জ্বল ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের বিরুদ্ধে এই স্পট ফিক্সিংয়ের অভিযোগ। সাথে আরও অনেকের নাম শোনা যাচ্ছে। ২০১৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর ঘটনা ঘটেছে বলে আইসিসির দুর্নীতি দমন কমিশনের (আকসু) প্রতিনিধিরা এখন তদন্ত করছেন। ৩১ মে শুক্রবারের প্রথম আলোর এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে স্পট ফিক্সিংয়ের নানা কাহিনী।