শুক্রবার ● ৩১ মে ২০১৩
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » এপ্রিলের শেষে ইন্টারনেট গ্রাহক তিন কোটি ৩০ লাখ
এপ্রিলের শেষে ইন্টারনেট গ্রাহক তিন কোটি ৩০ লাখ
দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৩ কোটি ৩০ লাখ ৪৩ হাজারে পৌঁছেছে। গত ২৯ মে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি প্রকাশিত হিসেবে এই সংখ্যা পাওয়া গেছে। সেই সঙ্গে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা নিয়ে নানা প্রশ্ন এসেছে।
বিটিআরসি’র হিসাব অনুসারে কেবল এপ্রিল মাসে ১২ লাখ নতুন গ্রাহক এই তালিকায় যুক্ত হয়েছে। মার্চের শেষে ইন্টারনেট গ্রাহক ছিল ৩ কোটি ১৮ লাখ। বিটিআরসি’র হিসাবে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের গ্রাহক এক কোটি। তবে এখানে বিতর্ক হচ্ছে গ্রামীণফোনের হিসাব অনুসারেই তাদের ইন্টারনেট গ্রাহক এতো নয়। মার্চের শেষে গ্রামীণফোনের যে হিসাব তাতে তারা বলেছিল তাদের ইন্টারনেট গ্রাহক ৬০ লাখ।
অন্যদিকে বিটিআরসি’র হিসাবে বাংলালিংকের ইন্টারনেট গ্রাহক ৯৭ লাখ! অনেকেই এই অংকে বিস্ময় প্রকাশ করেছেন। রবি’র ইন্টারনেট গ্রাহক ৪৪ লাখ। কিন্তু বুধবারও রবি তাদের এক সংবাদ সম্মেলনে বলেছে তাদের ইন্টারনেট গ্রাহক ৪০ লাখ। এর বাইরে এয়ারটেলের ইন্টারনেট গ্রাহক ২৮ লাখ, সিটিসেলের ৩ লাখ এবং টেলিটকের ২ লাখ ৫৫ হাজার।
হিসাব বলছে, মোট ইন্টারনেট গ্রাহকের ৯৫ শতাংশই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছে। এর বাইরে আইএসপিদের ইন্টারনেট গ্রাহক ১২ লাখ ২০ হাজার। আর দুটি ওয়াইম্যাক্সের গ্রাহক ৪ লাখ ৯০ হাজার।