শুক্রবার ● ৩১ মে ২০১৩
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত ফাইবার অপটিক সংযোগ
পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত ফাইবার অপটিক সংযোগ
বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে অবাধ তথ্য যোগাযোগ বাড়াতে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা শূন্যরেখা পর্যন্ত ফাইবার অপটিক ক্যাবল স্থাপন করা হচ্ছে। সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশনের আওতায় ইনফরমেশন হাইওয়ে প্রকল্পের (বাংলাদেশ অংশ) আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে।
পঞ্চগড় টেলিফোন এক্সচেঞ্জ থেকে বাংলাবান্ধা পর্যন্ত ৫৩ দশমিক ৭ কিলোমিটার সংযোগ লাইন স্থাপন করা হচ্ছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। গত ৩০ মে বুধবার দুপুরে পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান এই কাজের উদ্বোধন করেন। এ উপলক্ষে পঞ্চগড় বিটিসিএল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা পরিষদ প্রশাসক আবু বকর ছিদ্দিক, পুলিশ সুপার আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবীর, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, দিনাজপুর বিটিসিএলের সহকারী প্রকৌশলী রঞ্জন কুমার দাসসহ অনেকে।
অনুষ্ঠানে জানানো হয়, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অর্থায়নে আইসিটি মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে। বিটিসিএল সূত্র জানায়, এই প্রকল্পের অধীন পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা শূন্যরেখা পর্যন্ত ৫৩ দশমিক ৭ কিলোমিটার এলাকাজুড়ে অপটিক্যাল ফাইবার স্থাপন করা হবে এবং পর্যায়ক্রমে এর সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের সংযোগ স্থাপিত হবে। ফলে ভারত, নেপাল ও ভুটান ছাড়াও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে তথ্যপ্রযুক্তির মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি পাবে।
পঞ্চগড় বিটিসিএলের সহকারী প্রকৌশলী মো. রোকনুদ্দৌলা জানান, এই অপটিক্যাল ফাইবার স্থাপনের কাজ শেষ হলে বাংলাদেশের সঙ্গে পাশের দেশগুলোর তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ সেবা আরও উন্নত হবে।