শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১১
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » অ্যাপলকে ছড়িয়ে স্যামসাং
অ্যাপলকে ছড়িয়ে স্যামসাং
সাম্প্রতিক বাজারে স্মার্টফোন ব্যবসায় অ্যাপলকে ছড়িয়ে গেছে স্যামসাং। বাজার গবেষনা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি এনালাইটিক্স সম্প্রতি এ তথ্য জানিয়েছে। জানা গেছে, গত ৩ মাসের স্মার্টফোন ব্যবসায় অ্যাপলকে ছাড়িয়ে গেছে স্যামসাং। এর মধ্যে স্যামসাং বিক্রি করেছে ২.৭৮ কোটি স্মার্টফোন, যেখানে অ্যাপল বিক্রি করেছে ১.৭১ কোটি স্মার্টফোন। এ তালিকায় তৃতীয় স্থানে আছে নকিয়া বিক্রি করেছে ১.৬৮ কোটি স্মার্টফোন। মাত্র গত বছরে স্মার্টফোনের বাজারে আসা স্যামসাং ২০০৭ সালে বাজারে শ্রেষ্ঠত্ব পাওয়া অ্যাপলকে পেছনে ফেলেছে। তবে এ অ্যাপলের শ্রেষ্ঠত্ব হারানোর পেছনে আইফোন ফোর এস বাজারে আনার ক্ষেত্রে দেরি হওয়াকে দায়ি করা হচ্ছে। তবে সব ধরনের মোবাইল ফোন বিক্রির দিক দিয়ে এখনও শীর্ষে আছে নকিয়া। যাদের বর্তমানে বাজার শেয়ার শতকরা ২৭.৩ ভাগ। এ তালিকায় রয়েছে স্যামসাং যার শেয়ার শতকরা ২২.৬ ভাগ, এলজি ৫.৪ ভাগ, জেডটিই ৪.৭ ভাগ এবং অ্যাপলের ৪.৪ ভাগ। শ্রেষ্ঠত্বের এ দিক দিয়ে স্যামসাংয়ের এ অবস্থানের জন্য অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেম, সুন্দর ডিজাইনসহ উন্নত সফটওয়্যার ব্যবহারের সুবিধা অন্যতম।
-ফারহানা নুসরাত