বৃহস্পতিবার ● ৩০ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » আরো চারটি শহরে কিউবি ইন্টারনেট সেবা
আরো চারটি শহরে কিউবি ইন্টারনেট সেবা
দেশের আরো চারটি শহরে কিউবির নেটওয়ার্ক সম্প্রসারিত হয়েছে। শহরগুলো হচ্ছে কুমিল্লা, বগুড়া, পাবনা ও ফেনী। এসব শহরে ২৮ মে থেকে কিউবি ইন্টারনেট সেবা চালু হয়েছে। এর ফলে এসব অঞ্চলের ব্যবহারকারীরা এখন থেকে কিউবির দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা গ্রহণের সুযোগ পাবেন। এর আগে কুমিল্লা ও বগুড়ায় কিউবির নেটওয়ার্ক বিস্তৃত ছিল, এখন তা আরো সম্প্রসারিত করা হলো। সেই সঙ্গে নতুন দুটি জেলা পাবনা ও ফেনীকে ইন্টারনেট সেবার আওতায় আনল কিউবি। এভাবে সারাদেশে কিউবির শক্তিশালী নেটওয়ার্ক বিস্তৃত হচ্ছে, যা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নকে বাস্তবে ত্বরান্বিত করছে।
দেশব্যাপী দ্রুতগতির ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা বিস্তারের লক্ষ্যে নেওয়া পরিকল্পনার অংশ হিসেবে কিউবি কুমিল্লা, বগুড়া, পাবনা ও ফেনীতে ইন্টারনেট সেবা নিয়ে গেলো। গোটা বাংলাদেশে জোরালো ইন্টারনেট নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে কিউবি এই চার জেলায় সেবা কার্যক্রম বিস্তৃত করল।
কিউবি বাংলাদেশে প্রথম ওয়াইম্যাক্স পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যেটি সারাদেশে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সেবা সম্প্রসারণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি কিউবিই এদেশে প্রথম প্রতিষ্ঠান হিসেবে ৪০০ টাকারও কম দামে ৫১২ কেবিপিএস গতির ইন্টারনেট সেবা চালু করেছে। এছাড়াও কিউবি ব্রডব্যান্ডের ক্ষেত্রে প্রি-পে ব্যবস্থাসহ আরো অনেক পণ্য-সেবা ও সমাধান বাংলাদেশের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে।
কিউবি এসব নতুন কভারেজ অঞ্চল বা ইন্টারনেট সেবার আওতায় আনা চারটি জেলা শহরে অচিরেই স্থানীয়ভাবে কাস্টমার সার্ভিস পয়েন্ট বা গ্রাহকসেবা কেন্দ্র চালু করবে। এ উপলক্ষে কিউবি কিউবির সকল পোস্ট পেইড সেবা ও সলিউশন্স বা সমাধান ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের ৫০% পর্যন্ত মূল্যছাড় দেওয়া হবে।
কিউবির চিফ কমার্শিয়াল অফিসার ফিরোজ আহমেদ এ প্রসঙ্গে বলেন, ‘দেশব্যাপী শিগগির নেটওয়ার্ক সম্প্রসারণের প্রথম পদক্ষেপ হিসেবে নতুন চার শহরে ইন্টারনেট সেবা চালু করল কিউবি। এভাবে সারাদেশের মানুষ অচিরেই প্রতিদিন কিউবির দ্রুত গতিসম্পন্ন ও নির্ভরযোগ্য ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। নতুন চারটি জেলার জনগণের দ্বোরগোড়ায় ইন্টারনেট নেটওয়ার্ক পৌঁছে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা পর্যায়ক্রমে গোটা দেশেই ইন্টারনেট নেটওয়ার্ক ছড়িয়ে দিতে চাই।’