বুধবার ● ২৯ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » আজ শেষ হচ্ছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস
আজ শেষ হচ্ছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস
সার্চ ইঞ্জিন গুগলের বিজ্ঞান মেলায় দেশের বিজ্ঞান শিক্ষার্থীদের অংশগ্রহণে আগ্রহী করে তুলতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ও ক্যাম্প। বিজ্ঞান শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি অনুরাগী ও বিজ্ঞানের মূল রীতিনীতির ওপর দক্ষ করে তোলার লক্ষ্যে আগামী ৩১ মে ও ১ জুন ঢাকায় বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) যৌথ উদ্যোগে এ বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হবে। ২৯ মে ঢাকার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কংগ্রেসের বিস্তারিত জানানো হয়। ‘ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-বিএফএফ শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৩’ নামের দুইদিনের এ আয়োজন ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ধানমন্ডি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। কংগ্রেসে জুনিয়র ও সিনিয়র বিভাগে ক্ষুদে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক নিবন্ধ, বিজ্ঞান প্রকল্প ও পোস্টারের মাধ্যমে নিজের ধারণা প্রকাশ করবে।
সংবাদ সম্মেলনে কংগ্রেসের নানা বিষয় তুলে ধরেন কংগ্রেসের আহ্বায়ক ও এসপিএসবি’র সহ-সভাপতি মুনির হাসান। তিনি বলেন, ‘দেশে বর্তমানে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে। এজন্য দরকার বৈজ্ঞানিক পদ্ধতির ওপর শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা। শিশু কিশোরদের বিজ্ঞানের প্রতি অনুরাগী ও বিজ্ঞানের মূল রীতিনীতির ওপর আগ্রহী করে তুলতে আয়োজন করা হয়েছে শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএফএফের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, এসপিএসবি’র সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদী, কোষাধ্যক্ষ বায়েজিদ ভূঁইয়া জুয়েল, জনসংযোগ সমন্বয়ক নুরুন্নবী চৌধুরী হাছিবসহ অনেকে।
সম্মেলনে জানানো হয়, কংগ্রেসে অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত ৩০ জনকে নিয়ে আয়োজন করা হবে ‘প্রথম জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ক্যাম্প’। বিজ্ঞান কংগ্রেসের অংশগ্রহনের জন্য ২৭০ জন ক্ষুদে বিজ্ঞানী নির্বাচিত হয়েছে। এ ছাড়াও আরো ৮৪ জন শিক্ষার্থী বিজ্ঞান কুইজের জন্য নিবন্ধন করেছে। তারা কংগ্রেসের দুইদিন অনুষ্ঠানে উপস্থিত থেকে কুইজে অংশগ্রহণ করবে। কংগ্রেসে সারা দেশের ৩০টি জেলার ১১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ২৭০ জন। এর মধ্যে জুনিয়র ক্যাটাগরিতে ১০৭ জন এবং সিনিয়র ক্যাটাগরিতে ১৬৩ জন। মোট প্রকল্প সংখ্যা ১৩৫টি, পোষ্টার সংখ্যা ২৮টি, নিবন্ধ সংখ্যা ৩৯টি। বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণকারী মোট শিক্ষার্থীদের মধ্য থেকে দুই ক্যাটাগরিতে সেরাদের সেরা দুইজনকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার গিফট চেক দেওয়া হবে। দুই ক্যাটাগরিতে সেরা দুই জন (একজন ছেলে, একজন মেয়ে) করে মোট চার জন পাবে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকার গিফট চেক। দুই ক্যাটাগরির প্রকল্প, পোষ্টার ও পেপার থেকে বিজয়ী ৩ জন করে মোট ১৮ জনকে পুরস্কৃত করা হবে। বিজ্ঞান কুইজে বিজয়ী ১ম, ২য় এবং ৩য় কে যথাক্রমে ৩ হাজার, ২ হাজার এবং ১ হাজার টাকার প্রাইজবন্ড পুরষ্কার হিসেবে দেওয়া হবে। এছাড়াও শিক্ষার্থীদের উপস্থাপনা ভালো হলে বিশেষ পুরষ্কার দেওয়া হবে। বিজ্ঞান কংগ্রেসের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য সৌজন্য উপহার হিসেবে থাকবে টিশার্ট, ফোল্ডার, প্যাড, কলম, চাবির রিং, বই, ক্যালকুলেটর ইত্যাদি।
বিজ্ঞান কংগ্রেসকে সাফল্যমন্ডিত করতে এবং শিশু-কিশোরদের উদ্ধুদ্ধ করে তুলতে আমরা সারা দেশে এখন পর্যন্ত মোট ১৩টি কর্মশালা করা হয়েছে। কর্মশালাগুলো ঢাকা-১, ঢাকা-২, উত্তরা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, ভোলা, স্বরুপকাঠী, রাজশাহী, নারায়নগঞ্জ, চট্রগ্রাম, ফরিদগঞ্জ (চাঁদপুর), কুমিল্লা এবং সাভারে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ঢাকাসহ সারা দেশে ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যানার, লিফলেট, বুকলেট, ফেস্টুন, এক্সস্ট্যান্ড, প্রজেক্টরের সাহায্যে বিজ্ঞান কংগ্রেসের প্রচারণা চালানো হয়। ঢাকার বিভিন্ন স্কুলের সিনিয়র শিক্ষক, বিজ্ঞান শিক্ষক ও বিজ্ঞান ক্লাবের মডারেটরদের নিয়ে একদিন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সারা দেশে ৫৮টি জেলায় ৪৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও বিজ্ঞান শিক্ষক বরাবর ও মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহনের জন্য আহবান জানানো হয়।
কংগ্রেসের মূল পৃষ্টপোষকতায় রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এছাড়া সহযোগি হিসেবে রয়েছে দি ডেইলি স্টার ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ক্যানন, জেএএন এসোসিয়েটস লিঃ, রকমারি ডট কম, হাফিজা খাতুন মেমোরিয়াল ট্রাস্ট ও সফটকল। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই ও এবিসি রেডিও। কংগ্রেসের নানা বিষয় জানা যাবে www.cscongres.org ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে fb.com/groups/cscongress এবং fb.com/cscongress2013 ঠিকানায়ও নানা খবর পাওয়া যাবে।