বুধবার ● ২৯ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইলেক্ট্রো মার্ট ও বিকাশ এক সাথে কাজ করবে
ইলেক্ট্রো মার্ট ও বিকাশ এক সাথে কাজ করবে
বিকাশ লিমিটেড এবং ইলেক্ট্রো মার্ট লিমিটেড এখন থেকে এক সাথে কাজ করবে। সম্প্রতি রাজধানীতে বিকাশ লিমিটেড এবং ইলেক্ট্রো মার্ট লিমিটেড এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে ইলেক্ট্রো মার্ট লিমিটেডের প্রত্যন্ত অঞ্চলের বিক্রয় কেন্দ্রগুলো থেকে বিকাশ-এর মাধ্যমে খুব সহজেই নগদ টাকা স্থানান্তর করা যাবে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিকাশ লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার ইরফানুল হক এবং ইলেক্ট্রোমার্ট লিমিটেডের ডিরেক্টর নুরুল আফসার।
প্রতিষ্ঠানগুলোর সাথে আলাপ করে জানা গেছে চুক্তি অনুযায়ী, ব্যাংকিং প্রতিষ্ঠানের অভাবে আনুষ্ঠানিক ব্যাংকিং সম্ভব হয় না এমন সব প্রত্যন্ত অঞ্চলে লেনদেনের জন্যে বিকাশ-এর সেবাসমূহ ব্যবহার করবে ইলেক্ট্রো মার্ট। এর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শাখাগুলো থেকে যথাসময়ে এবং নিরাপদে পেমেন্ট সংগ্রহ করতে পারবে ইলেক্ট্রো মার্ট। এছাড়া বিকাশ-এর এই সহজ এবং দ্রুত অর্থ-স্থানান্তর পদ্ধতি পেমেন্ট সংগ্রহের সময় বাঁচানোর সাথে সাথে দক্ষতাও বাড়াবে।
ইলেক্ট্রো মার্ট লিমিটেড (ইএমএল) বাংলাদেশের বৃহত্তম ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। এটি দীর্ঘদিন ধরে এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, কালার টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ভিসিডি/ডিভিডি প্লেয়ার, মোবাইল ফোন সেট-এর মতো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রীর আমদানিকারক, ডিস্ট্রিবিউটার ও বিক্রেতা হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিখ্যাত এসি ব্র্যান্ড গ্রি-এর একমাত্র ডিস্ট্রিবিউটর এবং কঙ্কা, হাইকো, খিন্দ, মিস্ট্রাল ও লিফানের ডিস্ট্রিবিউটর হিসেবেও কাজ করছে।
ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড-এর মূল লক্ষ্য হলো বাংলাদেশের সকল মানুষের জন্যে নূূন্যতম আর্থিক সেবা নিশ্চিত করা। দেশজুড়ে ৪৫ হাজারেরও বেশি এজেন্ট নিয়ে বিকাশ বর্তমানে বাংলাদেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস শিল্পের নেতৃত্ব দিচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকাশ-এর পক্ষে এটিএম মাহবুবুল আলম ও মোহাম্মাদ আরিফুল মাজিদ এবং ইলেক্ট্রো মার্টের পক্ষে আব্দুল্লাহ আহমেদ জামিল ও মো. মিজানুর রহমান।