বুধবার ● ২৯ মে ২০১৩
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » তথ্যপ্রযুক্তির দক্ষতা বৃদ্ধিতে বিশ্বব্যাংক ও মাইক্রোসফটের পুরস্কার পেল ইপসা
তথ্যপ্রযুক্তির দক্ষতা বৃদ্ধিতে বিশ্বব্যাংক ও মাইক্রোসফটের পুরস্কার পেল ইপসা
তথ্যপ্রযুক্তির দক্ষতা ছড়িয়ে দিতে উদ্ভাবনীমূলক ও সৃজনশীল পদ্ধতির ধারণা দিয়ে বাংলাদেশী এনজিও ইপসা এক প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বব্যাংক ও মাইক্রোসফটের পুরস্কার জিতেছে। বাংলাদেশের ইপসা ছাড়া এ পুরস্কার জিতেছে শ্রীলংকার শিল্প সাইয়ুরা ফাউন্ডেশন, নেপালের ইউওয়া এবং মালদ্বীপের লাইভ অ্যান্ড লার্ন এনভায়রনমেন্টাল এডুকেশন। ইপসার পক্ষে পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন সংস্থাটির প্রোগ্রাম ম্যানেজার ভাস্কর ভট্টাচার্য, যিনি নিজে একজন দৃষ্টিপ্রতিবন্ধী।
প্রতিবন্ধীদের তথ্যপ্রযুক্তি শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তাদের প্রকল্প প্রস্তাবে অনুদান চাওয়া হয় ১৯ হাজার ৪০০ ডলার। তারা আশা করছেন, প্রস্তাব অনুযায়ী বিশ্বব্যাংক অনুদান দেবে। প্রকল্পে ইপসার অর্থায়ন থাকবে ছয় হাজার ডলারের মতো। অচিরেই প্রকল্পের কাজ শুরু হবে।
ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল ও মালদ্বীপের মোট ৮০টি প্রকল্প প্রস্তাব থেকে প্রত্যেক দেশের একটি করে প্রকল্প অনুদানের জন্য বিবেচিত হয়েছে।
প্রকল্প বাস্তবায়নের জন্য প্রত্যেক প্রতিষ্ঠান ১৫ থেকে ২০ হাজার মার্কিন ডলার অনুদান পাবে। শ্রীলংকার কলম্বোতে গত ২১ মে ওই প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয়।
তিনি আরো জানান, আইসিটি দক্ষতার মাধ্যমে প্রতিবন্ধী যুবকদের ক্ষমতায়ন বিষয়ে প্রকল্পের ধারণা দিয়ে বাংলাদেশী প্রতিষ্ঠান ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন বা ইপসা ওই পুরস্কার জিতেছে। এ প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী যুবকদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, ইনটার্নশিপ, কর্মসংস্থান সহায়তা ও ডিজিটাল প্রবেশযোগ্য তথ্যপদ্ধতির প্রোডাক্ট তৈরি হবে।
বিশ্বব্যাংক ও মাইক্রোসফট গত ১৩ মার্চ দক্ষিণ এশিয়ার চারটি দেশের যুব উন্নয়নে নিয়োজিত এনজিওগুলোর কাছ থেকে অনুদানের জন্য প্রকল্প প্রস্তাব আহ্বান করে। গত ২৮ এপ্রিল ছিল প্রস্তাব জমা দেওয়ার শেষ দিন। প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর মধ্যে ছিলেন, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ঊর্ধ্বতন যোগাযোগ কর্মকর্তা গ্যাব্রিয়েলা আগুইলার, মাইক্রোসফট শ্রীলংকার কান্ট্রি ম্যানেজার শ্রীইয়ান, লাফার্জ মহায়েলি সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক অনুরাগ ক্যাক প্রমুখ।