মঙ্গলবার ● ২৮ মে ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » বুধবার ১৮ দলের হরতাল
বুধবার ১৮ দলের হরতাল
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানকে ফেরত আনতে আদালতের পরোয়ানা জারির পর বিভিন্ন জেলা থেকে হরতালের কর্মসূচি আসতে থাকে।তারপর বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ১৮-দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সাংবাদিকদের বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে সরকার একের পর এক মিথ্যা ও সাজানো মামলা দিচ্ছে’। ‘তার বিরুদ্ধে দায়ের করা এই সব মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে আমরা বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছি’। তিনি অবিলম্বে সরকারকে তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
-মুহাম্মাদ হাসান