রবিবার ● ২৬ মে ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » নিউজিল্যান্ডে হুয়াওয়ে’র ব্রডব্যান্ড ইন্টারনেট ও এলটিই নেটওয়ার্ক
নিউজিল্যান্ডে হুয়াওয়ে’র ব্রডব্যান্ড ইন্টারনেট ও এলটিই নেটওয়ার্ক
নিউজিল্যান্ডের ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখছে চীনভিত্তিক আইসিটি সল্যুশন প্রোভাইডার প্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি এক ঘোষনায় একথা জানিয়েছেন হুয়াওয়ের সিইও রেন ঝেংফে। মিঃ রেন বলেন, ‘ নিউজিল্যান্ডের প্রযুক্তিবাজার হুয়াওয়ের জন্য একটি স্ট্র্যাটেজিক মার্কেট। হুয়াওয়েকে নিউজিল্যান্ডে ফোরজি/এলটিই ও আলট্রা ফার্স্ট ব্রডব্যান্ড (ইউএফবি) স্থাপনের জন্য নিযুক্ত করা হয়েছে। আমরা সেখানে বিশ্বমানের, সর্বাধুনিক ও সবচেয়ে নিরাপদ যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করছি।’
এ বছরের এপ্রিলে হুয়াওয়েকে ফোরজি/এলটিই ও আলট্রা ফার্স্ট ব্রডব্যান্ড (ইউএফবি) স্থাপনের জন্য নিযুক্ত করা হয় যার কার্যক্রম শুরু হবে অক্টোবর থেকে। এছাড়া হুয়াওয়ে নিউজিল্যান্ডের অধিকাংশ টেলিকম অপারেটরগুলোতে সুনামের সাথে নেটওয়ার্ক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে। উল্লেখ্য, হুয়াওয়ে একটি চীনভিত্তিক প্রযুক্তি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান যারা বাংলাদেশেও অধিকাংশ মোবাইল ফোন অপারেটরকেও নেটওয়ার্ক ও অন্যান্য প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে।