সোমবার ● ১৭ অক্টোবর ২০১১
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ইস্টার্ন প্লাস শপিং কপ্লেক্সে কম্পিউটার সোর্স-এর নতুন শাখা
ইস্টার্ন প্লাস শপিং কপ্লেক্সে কম্পিউটার সোর্স-এর নতুন শাখা
রাজধানীর শান্তিগরের ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে যাত্রা শুরু করেছে কম্পিউটার সোর্স। মার্কেটের পঞ্চম তলায় ৬৬ ও ৬৭ নম্বর হোল্ডিংয়ে স্থাপন করা হয়েছে নতুন শাখাটি। বিশ্বের শীর্ষস্থানীয় ব্রান্ড ফুজিৎসু, অ্যাপল, ডেল, এইচপি ও প্রোলিংক নোটবুক, নেটবুক ছাড়াও এখানে রয়েছে ল্যাপটপের সাথে ব্যবহার্য লজিটেক মাউস, কি-বোর্ড, স্পিকার, ওয়েবক্যাম, মাইক্রল্যাব ও সিজেসি ব্রান্ডের স্পিকার, ওয়েস্টার্ন ডিজাটাল এক্সটার্নাল হার্ডডিস্ক, এপাসার পেন ড্রইভ সহ সব ধরনের প্রযুক্তি পণ্য এবং পিসি সুরক্ষার নাম্বার ওয়ান এন্টিভাইরাস নরটন।
কম্পিউটার সোর্স-এর নতুন এ শাখা সম্পর্কে শাখা ব্যবস্থাপক সুমন আল মামুন জানান, ‘ঘরে ঘরে ল্যাপটপ চাই’ স্লোগানে চালু হওয়া দেশের প্রথম স্বতন্ত্র ‘ল্যাপটপ বাজার’- এ বিশ্বের প্রায় সকল ব্রান্ডের নোটবুক ও নেটবুক নিয়ে কম্পিউটার সোর্স নতুন এ শাখাটি খুলেছে। এখানে বিশ্বমানের সব ধরনের ল্যাপট থাকায় পছন্দের পণ্য খুঁজে পেতে ক্রেতাদের আর হন্যে হয় ঘুরতে হবে না। বাজার চালুর প্রথম দিন থেকেই একটি জায়গা থেকে ক্রেতারা অনায়াসে তাদের পছন্দের ল্যাপটপ কিনতে পারছেন।
ব্যবহারকারীর প্রয়োজন এবং ব্যায় ক্ষমতা বিবেচনায় বাহারি ডিজাইনের সব নোটবুক ও নেটবুক ডিসপ্লে করায় প্রথম দিন থেকেই প্রযুক্তিপ্রেমীরা এখানে ভীড় করছেন জানিয়ে তিনি বলেন, কেবল পণ্য বিক্রিই নয়, গ্রাহকদের সুবিধার্থে এখান থেকে বিক্রয়োত্তর সেবাও দেয়া হচ্ছে।