বৃহস্পতিবার ● ২৩ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » এডেটা ব্র্যান্ডের সরু আকৃতির পোর্টেবল হার্ড ডিস্ক
এডেটা ব্র্যান্ডের সরু আকৃতির পোর্টেবল হার্ড ডিস্ক
বিপুল পরিমানের ডেটা সুরক্ষিত রাখতে এবং স্বাচ্ছন্দ্যে ডেটা আদান-প্রদানের চাহিদা পূরণে গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো এডেটা ব্র্যান্ডের এইচই৭২০ মডেলের পোর্টেবল হার্ড ডিস্ক। মাত্র ৮.৯ মিলি মিটার সরু এই হার্ড ডিস্কটির আবরণ স্টেইনলেস স্টীলের, যা আঁচড় প্রতিরোধক, তাই দীর্ঘ দিন ব্যবহারেও হার্ড ডিস্কের বাহ্যিক কোন ক্ষতি হয় না। ইউএসবি ৩.০ ইন্টারফেসের হওয়ায় এটি ইউএসবি ২.০-এর তুলনায় ৩ গুণ বেশী ডেটা ট্রান্সফার রেটে কাজ করে। ড্রাইভটির পাওয়ার বা ডেটা আদান-প্রদানের অবস্থা বুঝানোর জন্য রয়েছে উজ্জ্বল নীল রঙের এলইডি লাইট। এছাড়া এতে রয়েছে ২.৫-ইঞ্চি সাটা-২ হার্ড ডিস্ক ড্রাইভ ইন্টারফেস। হার্ড ডিস্কটির বিশেষ ফিচার হিসেবে রয়েছে “ওয়ান টাচ্ ব্যাক আপ”, যার মাধ্যমে অনায়াসে শুধু মাত্র ১ বার বাটন চাপ দিয়েই ডেটা ব্যাকআপ এবং সিঙ্ক্রোনাইজ করতে পারে। বর্তমানে এই মডেলের ৫০০ জিবি হার্ড ডিস্ক বাজারে বিদ্যমান। মূল্য রাখা হয়েছে ৬,৭০০ টাকা। যোগাযোগ: ০১৭১৩২৫৭৯০৪, ৯১৮৩২৯১।