বৃহস্পতিবার ● ২৩ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » একুশ শতকের ব্যাংকিংয়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ক সেমিনার
একুশ শতকের ব্যাংকিংয়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ক সেমিনার
আগামী ২৫ মে ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানজেমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘একুশ শতকের ব্যাংকিংয়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনার। বিআইবিএম এবং সিটিও ফোরাম বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এ সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, এসোসিয়েশন অফ ব্যাংকার্স (এবিবি) বাংলাদেশের চেয়ারম্যান ও এনসিসি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বিআইবিএম নির্বাহী পরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী এবং সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার।
সেমিনারের বিষয়বস্তুর উপর গবেষনাপত্র উপস্থাপন করবেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মিঃ এসটিভ রাইডার, মিঃ অজয় ঝা এবং সিসকো সিস্টেমস এর ভাইস প্রেসিডেন্ট কৌশিক নাথ। সেমিনারে বাংলাদেশের ব্যাংকিং খাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করা হবে আশা করা হচ্ছে।