বৃহস্পতিবার ● ২৩ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বেসিস-এর উদ্যোগে বিজনেস সফটওয়্যার শোকেস
বেসিস-এর উদ্যোগে বিজনেস সফটওয়্যার শোকেস
সুনির্দিষ্ট বিষয় বা শিল্প ভিত্তিক সফটওয়্যার প্রদর্শনীর লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) উদ্যোগে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি)-এর সহায়তায় আগামী ২৫-২৬ মে বেসিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বিজনেস সফটওয়্যার শোকেস। দুদিনব্যাপী এই প্রদর্শনীতে কেবলমাত্র অ্যাকাউন্টিং সফটওয়্যার প্রদর্শন করা হবে। বেসিস বছর জুড়ে প্রায় প্রতি মাসেই এ ধরনের আয়োজন করতে যাচ্ছে। এ আয়োজনের মূল প্রতিপাদ্য হচ্ছে- আসুন, তুলনা করুন এবং বেছে নিন।
গত ২২ মে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বেসিস কোষাধ্যক্ষ এবং এ আয়োজনের আহ্বায়ক উত্তম কুমার পাল। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসিস-এর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলমাস কবির, বেসিস লোকাল মার্কেট (প্রাইভেট এন্ড কর্পোরেট) ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান শেখ কবির আহমেদ, কমিটির কো-চেয়ারম্যান গোপাল দেবনাথ, কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।
এ সময় জানানো হয় ইতিপূর্বে বেসিস, এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার, হেলথকেয়ার ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট সফটওয়্যার এর উপর ভিত্তি করে তিনটি একদিনের প্রদর্শনী আয়োজন করে উল্লেখযোগ্য সাড়া পেয়েছে। সেই ধারাবাহিকতায় বেসিস এ প্রদর্শনীর আয়োজন করছে। প্র্রদর্শনীতে ১৩টি বেসিস সদস্য কোম্পানী যারা অ্যাকাউন্টিং সফটওয়্যার তৈরি ও বাজারাজাত করে থাকে তারা অংশগ্রহণ করছে। প্রদর্শনীতে আগত দর্শনার্থীগণ একটা নির্দিষ্ট জায়গায় একই ধরনের সফটওয়ারের তুলনামূলক বৈশিষ্ট্য প্রত্যক্ষ করা এবং এর প্রতিযোগিতামূলক মূল্য সম্পর্কে সুস্পষ্ট ধারনা লাভ করতে সক্ষম হবে বলেও বক্তারা উল্লেখ করেন।
উল্লেখ্য, আগামী ২৫ মে সকাল ১১ টায় আইসিএবি’র সভাপতি মো: আবদুস সালাম, এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করবেন। প্রদর্শনী চলবে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এবং এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
আগামী এক বছরে গার্মেন্টস এন্ড টেক্সটাইল, এইচ আর এন্ড পে-রোল, ইআরপি এন্ড ইন্টিগ্রেটেড বিজনেস সলিউশনস, ওয়েব ডেভেলপমেন্ট হোস্টিং এন্ড সার্ভিস, এডুকেশন সফ্টওয়্যার, হসপিটাল ম্যানেজমেন্ট সফ্টওয়্যার, রিয়েল এস্টেট সফ্টওয়্যার, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফ্টওয়্যার এবং ই-কমার্স বিষয়ে এসব প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।