![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
বুধবার ● ২২ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজধানীতে নেটওয়ার্ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা
রাজধানীতে নেটওয়ার্ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা
ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চাপ্টার ও এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) যৌথ আয়োজনে গতকাল ২২ মে থেকে ঢাকার রমনাস্থ ইনিস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এর ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন ক্লাবে (ইআরসি) শুরু হয়েছে তিন দিনব্যাপী নেটওয়ার্ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা।
কর্মশালা উদ্বোধনের সময় ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চাপ্টারের সভাপতি ড. সৈয়দ ফয়সাল হাসান বলেন, গত কয়েক মাস ধরে সাইবার নিরপত্তা এবং কম্পিউটার নেটওয়ার্ক নিরাপত্তা বাংলাদেশে বহুল আলোচিত একটি বিষয়। তিনি বলেন, যেহেতু প্রতিদিন নতুন নতুন ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে ফলে নিরপত্তার বিষয়ে কারিগরি দক্ষতা বাড়ানোর সাথে সাথে সচেতনতাও বৃদ্ধি করতে হবে। তিনি ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা আয়োজন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালায় ব্যাংক, ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি কর্মকর্তাগণ অংশগ্রহন করছেন।
২২-২৪ মে অনুষ্ঠিত এই কর্মশালায় রয়েছে ইন্টারনেট সিকিউরিটি ফান্ডামেন্টালস, সিকিউরিটি ইস্যুস, থ্রেটস এন্ড এ্যাটাকস, নেটওয়ার্ক ইনফ্রাস্টাকচার সিকিউরিটি, ক্রিপ্টোগ্রাফি এন্ড পাবলিক কি ইনফ্রাস্টাকচার, লেয়ার টু সিকিউরিটি, মনিটরিং এন্ড ম্যানেজিং এক্সেস এবং সার্ভার এন্ড অপারেশনাল সিকিউরিটি বিষয়ক আলোচনা।
এর আগে গত ২১ মে অনুষ্ঠিত হয় দিনব্যাপী আইপিভি৬ টিউটোরিয়াল বিষয়ক কর্মশালা। কর্মশালা দুটিতে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন এপনিকের সিনিয়র ট্রেনিং স্পেশালিস্ট নুরুল ইসলাম (রোমান)।