মঙ্গলবার ● ২১ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » শিক্ষার্থীদের জন্য মোবাইলে ওরাকলের সফ্টওয়্যার
শিক্ষার্থীদের জন্য মোবাইলে ওরাকলের সফ্টওয়্যার
তথ্যপ্রযুক্তি নির্ভর এই যুগে শিক্ষার্থীদের দ্রুত ও সহজে তথ্য প্রাপ্তি অত্যন্ত প্রয়োজনীয়। শিক্ষার্থীদের এই সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ওরাকলের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষায়িত সফ্টওয়্যার পিপলসসফ্ট ক্যাম্পাস সলিউশনে মোবাইলের মাধ্যমে তথ্য প্রাপ্তির সুবিধা যোগ করা হয়েছে। এর ফলে এখন শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান হতে মোবাইলের মাধ্যমেই কাঙ্খিত সেবা পেতে পারেন।
এই সেবা পেতে শিক্ষার্থীদের দরকার হবে যে কোন ব্র্যান্ডের একটি স্মার্টফোন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইচ্ছে করলে নিজস্ব প্রয়োজন অনুযায়ী স্মার্টফোনগুলোর অ্যাপ্লিকেশনের সুবিধা বাড়াতে বা কমাতে পারবে। এই মোবাইল ডিভাইসের মাধ্যমে ক্লাসে যোগ দেয়া বা না দেয়া, ক্লাস রুটিন দেখা, শিক্ষক, স্থান, গ্রেড এবং একাডেমিক উন্নতিসহ বিভিন্ন ধরণের সেবা উপভোগ করতে পারবেন। এই সেবা সম্পর্কে ওরাকলের এডুকেশন ও রিসার্চ বিভাগের ভাইস প্রেসিডেন্ট কোল ক্লার্ক বলেন, “এই সেবাতে শিক্ষার্থীদের তাৎক্ষণিক ও সহজে যখন তাদের যে তথ্য দরকার তা প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে।”