সোমবার ● ২০ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইউনিয়ন ব্যাংক-মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন চুক্তি
ইউনিয়ন ব্যাংক-মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন চুক্তি
সাম্প্রতিক সময়ে যাত্রা শুরু করা ইউনিয়ন ব্যাংক লিমিটেড তাদের কোর ব্যাংকিং সফটওয়্যারের জন্য তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় ইসলামী শরিয়া ভিত্তিক কোর ব্যাংকিং সফটওয়্যার ‘আবাবিল’ সরবরাহ করবে। অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া এবং মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হোসেন নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ডিএমডি সাইয়েদ আব্দুল্লাহ মো. সালেহ, ইউনিয়ন ব্যাংক লিমিটেডের এসইভিপি এসএএম সলিমুল্লাহ এবং মিলেনিয়াম ও ইউনিয়ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গবেষণা প্রতিষ্ঠান ‘গার্টনার’ কর্তৃক জরিপে ‘আবাবিল’ সারা বিশ্বে ইসলামিক ব্যাংকিং সফটওয়্যার হিসেবে শীর্ষ দশ এ জায়গা করে নিয়েছে। বর্তমানে বাংলাদেশে আল-আরাফাহ ইসলামি ব্যাংক, সোশ্যাল ইসলামি ব্যাংক, এবি ব্যাংক, দ্যা সিটি ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইন্সটিটিউশন এইচএফসিএল ‘আবাবিল’ সফটওয়্যারের মাধ্যমে তাদের ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে।