সোমবার ● ২০ মে ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » যুক্তরাষ্ট্রে ‘টাইকন ২০১৩’ সম্মেলনে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে ‘টাইকন ২০১৩’ সম্মেলনে বাংলাদেশ
মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকনভ্যালিতে অনুষ্ঠিত তথ্যপ্রযুক্তি সর্ববৃহৎ প্রযুক্তি উদ্যোক্তাদের সম্মেলন ‘টাইকন ২০১৩’ তে অংশ নিলো বাংলাদেশ। গত ১৭ ও ১৮ মে ২০১৩ দুই দিনব্যাপী ক্যালিফোর্নিয়ার সান্তাক্লারা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশ এসোসিয়েশন অব সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সিনিয়র সহ-সভাপতি শামীম আহসানের নেতৃত্বে বাংলাদেশের আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
সম্মেলনে যোগ দেয়া অন্যান্য বেসিস সদস্যরা হলেন আমরা কোম্পানিস-এর চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ, সূর্যমুখী লিমিটেড’র প্রধান নির্বাহী মুজতবা ফিদাউল হক, এখনি ডটকম পরিচালক কামরুন আহমেদ, সফটওয়্যার শপ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, বিএস করপোরেশন’র প্রধান নির্বাহী বদর উদ্দীন আল হোসাইন, এরা ইনফোটেক লিমিটেড’র প্রধান নির্বাহী মুহাম্মদ সিরাজুল ইসলাম এবং গণনা টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম চৌধুরী।
সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান লিংকড-ইন, টুইটার ছাড়াও বিশ্বের ২০টিরও বেশি দেশ থেকে মোট এক হাজার ১০০টি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দিয়েছেন। অনুষ্ঠানের সমাপনী দিনে সেরা ৫০ উদ্যোক্তাকে ‘টাই ৫০’ সম্মাননা দেয়া হয়।
সম্মেলনে শামীম আহসান বাংলাদেশের প্রযুক্তি খাতে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। সেইসাথে বিগত কয়েক বছরে তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। উপস্থিত উদ্যোক্তাবৃন্দ বাংলাদেশে প্রযুক্তি খাতের উন্নয়ন ও সম্ভাবনার বিষয়টি অবহিত হতে পেরে সন্তোষ প্রকাশ করেন।