মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০১১
প্রথম পাতা » নতুন পণ্য » ফুজিৎসু TH701 মডলের নতুন ট্যবলেট পিসি
ফুজিৎসু TH701 মডলের নতুন ট্যবলেট পিসি
জাপানে তৈরি ফুজিৎসু ব্রান্ডের নতুন ট্যাবলেট পিসি বাজারে এনেছে কম্পিউটার সোর্স। জেনুইন উইন্ডোজ ৭ প্রফেসনাল অপারেটিং সিস্টেম চালিত লাইফবুকটির মডেল TH701। একই মডেলের লাইফবুকটির একটিতে রয়েছে ইন্টেল কোরই৫ প্রসেসর এবং অন্যটিতে আছে ইন্টেল কোরআই৭ প্রসেসর। লাইফবুকটির তথ্য ধারণ ক্ষমতা ৬৪০জিবি, রয়েছে ৪জিবি ডিডিআর থ্রি র্যাম ও ইন্টেল এইচডি ৩০০০ গ্রাফিক্স। লাইফবুকটির ১২’১ ইঞ্চি প্রশস্ত ডুয়াল ডিজিটাইজার ডিসপ্লেটি ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরানো যায়। এর অন্যতম বৈশিষ্ট্য, এর পানি রোধক কি-বোর্ড ছাড়াই ডিজিটাইজার পেন দিয়ে লেখা এবং আঙুলের সাহায্যে প্রোগ্রাম সিলেক্ট ও রান করা যায়। পাশাপাশি মাল্টি টাচ সুবিধা থাকায় আঙুল দিয়েই জুম ইন-আউট করা যায় এবং বন্ধ অবস্থায় যে কোনো মুহূর্তে ইউএসবি চার্জ দেয়া যাবে। ডিভিডি রাইটার, ব্লু-টুথ, ওয়াই-ফাই, গিগাবিট ল্যান এবং এইচডিএমআই ছাড়াও লাইফবুকটিতে রয়েছে ফায়ার ওয়্যার পোর্ট। দুই কেজি ওজনের ফুজিৎসু TH701 লাইফবুকটির ব্যাটরি ব্যবাকআপ ক্ষমতা ৫ঘণ্টা পর্যন্ত। প্রতিটি TH701 নোটবুকের সাথে রয়েছে ফ্রি ফুজিৎসু ক্যারি কেস এবং এক বছরের বিক্রয়োত্তর সেবা। এর কোরআই৫ প্রসেসর সম্পন্ন লাইফবুকের মূল্য এক লাখ ৮১ হাজার ৫০০ এবং কোর আই৭ চালিত লাইফবুকের মূল্যএক লাখ ৮৭ হাজার টাকা। বিস্তারিত -