সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৪, ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ২০ মে ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » সোনালী ব্যাংকে ‘পোলারীস ইন্টেলেক্ট’ কোর ব্যাংকিং সিস্টেম চালু
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » সোনালী ব্যাংকে ‘পোলারীস ইন্টেলেক্ট’ কোর ব্যাংকিং সিস্টেম চালু
৫২৩ বার পঠিত
সোমবার ● ২০ মে ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সোনালী ব্যাংকে ‘পোলারীস ইন্টেলেক্ট’ কোর ব্যাংকিং সিস্টেম চালু

সোনালী ব্যাংকে ‘পোলারীস ইন্টেলেক্ট’ কোর ব্যাংকিং সিস্টেম চালুপোলারীস ফিন্যানসিয়াল টেকনোলজী, বিশ্বের নেতৃীস্থানীয় আর্থিক প্রযুক্তি সম্বলিত পন্য প্রস্তুতকারী ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। যা আর্থিক প্রতিষ্ঠানসমূহের উৎপাদনশীলতা বাড়াতে সক্ষম। বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন বৃহত্তম ব্যাংক, সোনালী ব্যাংক লিঃ পোলারীস এর ইন্টেলেক্ট কোর ব্যাংকিং সিস্টেম বাস্তবায়ন করার মধ্য দিয়ে অনলাইন রিয়েল টাইম সিস্টেমে পদযাত্রা শুরু করে। পরবর্তী পর্যায়ে সম্প্রতি সোনালী ব্যাংক লিঃ, বাংলাদেশ কর্মাস ব্যাংক লিঃ এবং পোলারীস ফিন্যানসিয়াল টেকনোলজী কোম্পানীর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং এর আলোকে সোনালী পোলারীস ফিন্যানসিয়াল টেকনোলজী কোম্পানী গঠিত হয়। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এই পদক্ষেপ স্থানীয় ব্যাংকগুলোকে দক্ষ করে তুলবে এবং পরবর্তী প্রজন্মের ব্যাংকিং প্রযুক্তি গ্রহণ করার ক্ষেত্রে আরো অগ্রসর ভূমিকা পালন করবে।
সোনালী ব্যাংক বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, উক্ত ব্যাংকের দেশব্যাপী প্রায় ১২০০ টি শাখা রয়েছে এবং দেশের বাইরে ইংল্যান্ড, আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং ভারতে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে শাখা ভিত্তিক কার্যক্রমকে একটি কেন্দ্রীয় নেটওয়ার্কে নিয়ে আসা নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। এর জন্য প্রয়োজন স্বনির্ধারণ, সরবারহকরণ, ইন্সটলেশন বাস্তবায়ন এবং সম্পূর্ণরূপে কোর অনলাইন রিয়েলটাইম ব্যাংকিং সিস্টেম স্থাপন এবং সংরক্ষণ। পাশাপাশি পুরানো তথ্য সংরক্ষণ এবং বিশ্ব জুড়ে সকল শাখায় অর্ন্তভূক্তিকরণ, যৌথ অংশীদারিত্ব প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, বিশ্ব জুড়ে বিভিন্ন কেন্দ্রীয় এবং বাণিজ্যিক ব্যাংক, সমবায় ও এন.বি.এফ.এস এর রূপান্তরকরণে উল্লেখযোগ্য ভূমিকা ও অতীত ট্র্যাক রেকর্ড এর ভিত্তিতে সোনালী ব্যাংক তার লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে বেছে নেয়।
অনুষ্ঠানে উপস্থিত, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান কার্য নির্বাহক প্রদীপ কুমার দত্ত বলেন, ব্র্যাঞ্চ ব্যাংকিং পদ্ধতিকে অনলাইন রিয়েলটাইম সিস্টেমে উন্নীত করার লক্ষ্যে আমরা পোলারীসকে অংশীদার হিসাবে বেছে নিয়েছি। বাংলাদেশের গ্রাহকদেরকে অধীকতর উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সোনালী ব্যাংক দেশের বৃহত্তম রাষ্ট্রয়াত্ব ব্যাংকে ইন্টেলেক্ট কোর ব্যাংকিং সিস্টেম বাস্তবায়নের পথে সফলতার সাথে সুদীর্ঘ পথ পাড়ি দিয়েছে। একটি আর্থিক প্রযুক্তি প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে পোলারীসের শক্তিশালী স্থানীয় উপস্থিতি দেশের প্রতি দীর্ঘ মেয়াদি অঙ্গীকার তুলে ধরে এবং স্থানীয় নেতৃত্বের মাধ্যমে উন্নততর প্রযুক্তির আর্থিক বাজারের নিশ্চয়তা প্রদান করে।
অনুষ্ঠানে সোনালী পোলারীস এফ টি লিঃ এর প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক আফজাল খান তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সোনালী পোলারীস ফিন্যানসিয়াল টেকনোলজী এর সহচর্যে সোনালী ব্যাংকে সফলভাবে কোর ব্যাংকিং সিস্টেম বাস্তবায়ন করেছে। যা ব্যবহারকারীদের উচ্চতর কার্যকরিতা নিশ্চিত করবে এবং পোলারীস কে ব্যাংকিং এবং আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান সমূহের মধ্যে অনন্য উচ্চতায় স্থাপন করবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কে স্পিনিভাসন, ইভিপি এবং জিওগ্রাফী হেড (ভারতীয় উপমহাদেশ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা আইএমইএ)। তিনি তার বক্তব্যে বলেন, ‘পোলারীস বাংলাদেশের অধীনে, সোনালী পোলারীস ফিন্যানসিয়াল টেকনোলজী একমাত্র প্রতিষ্ঠান যা, বিএফএস খাতে লোকাল ইনফ্রাষ্ট্রাকটার এর বাস্তবায়নে সবার কাজ করে এবং তাদের সেবা দ্রুত পৌঁছে দেয়। তিনি বলেন, আমাদের কোর ব্যাংকিং সিস্টেম, ইন্টেলেক্ট ব্যাংকারদের দিয়ে ডিজাইন করা। যা সহজেই পরিবর্তন ও পরিবর্ধনযোগ্য এবং পাবলিক ও প্রাইভেট সর্বক্ষেত্রেই বাস্তবায়নযোগ্য। ব্যাংকের লক্ষ্য বাস্তবায়নের সহায়ক, পরবর্তি প্রজন্মের এই ব্যাংকিং প্রযুক্তি তাদেরকে প্রতিযোগিতামূলক বাজারে দ্রুত এগিয়ে যেতে সাহায্য করবে। সোনালী ব্যাংকের ১২০০ শাখায় সফলভাবে বাস্তবায়ন শেষ হলে এটি বাংলাদেশের সর্বাধুনিক সরকারি ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হবে।
বাংলাদেশী ব্যাংকগুলোর কার্যক্রম সফলভাবে সম্পাদন করার জন্য এতে আছে বেসিক কোর মডিউল্স, জেনারেল লেজার, অপারেশানাল একাউন্টস, ডিপোজিটস, লেন্সে এন্ড এ্যাডভান্সেস, সিকিউরিটি সার্ভিসেস, এল.সি মডিউল, কাউন্টার অপারেশন্স, ক্লিয়ারিং অপারেশন্স, রেমিট্যন্সেস এবং অন্যান্য মডিউল যেমন ইনটিগ্র্যাশন মিডলওয়্যার, এস আই এস, অ্যানালাইটিক্স, অডিট ট্রেইল এবং অ্যাকসেস কন্ট্রোল (সিংগ্যাল সাইন-অন) ইত্যাদি। এই অনন্য ও স্বতন্ত্র সমাধান বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক খাতের নবতর সংযোজন এবং পরিবতন, পরিবর্ধন ও নবতর উদ্ভাবনে সহায়তা করার মাধ্যমে বাজারমুখী অগ্রগামীতায় সম্পূর্ণ উপযুক্ত।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশে যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ ‘পারলো’
৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা আঞ্চলিক আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগীতা-২০২৪
২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০