সোমবার ● ২০ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাদেশি ক্রিকেটারদের হেয় করায় মীরাক্কেল হ্যাক্ড
বাংলাদেশি ক্রিকেটারদের হেয় করায় মীরাক্কেল হ্যাক্ড
সম্প্রতি বাংলাদেশি ক্রিকেটারদের হেয় করে ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেল জি-বাংলার ‘মীরাক্কেল’ অনুষ্ঠানে কৌতুক পরিবেশনের প্রতিবাদে জি-বাংলা, জি-সিনেমা ও জি-টিভির ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকারস গ্রুপ ‘ফোর্স এক্স’ ।রোববার দিবাগত রাতে তারা সাইটগুলো হ্যাক করে লিখে রেখেছে- ‘মীরাক্কেলকে ‘না’ বলুন’।
হ্যাকার গ্রুপটি মীরাক্কেল-এর সঞ্চালকের ছবি দিয়ে তার ছবির ওপর ‘না’ সূচক ক্রশ চিহ্ন দিয়ে রেখেছে।
হ্যাকার গ্রুপ ‘ফোর্স এক্স’ তাদের বক্তব্যে জানায়, ‘শেম অন ইউ মীরাক্কেল বিয়াক্কেল লুজারস’।
তারা প্রতিবাদ জানিয়ে বলে, “আমাদের ক্রিকেটরা আমাদের গর্ব। বেজন্মা জামিল তুমি বাংলাদেশে ফিরবে না। তুমি ভারতেই থাকো, ভারতের জন্যই সেখানে থাকো। আমরা বাংলাদেশি জনসাধারণ তোমার মুখ আর দেখতে চাই না।”
সোমবার সকাল নয়টার সময়ও এ ওয়েবসাইটগুলো হ্যাকড অবস্থায় পাওয়া যায়।
তবে কবে ও ‘মীরাক্কেল’-এর কোন অনুষ্ঠানে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে রসিকতা করা হয়েছে, তা হ্যাকাররা উল্লেখ করেনি।