বৃহস্পতিবার ● ১৬ মে ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » পিরোজপুরে মহাসেনের প্রভাবে ক্রমেই বাড়ছে বৃষ্টিপাত ও বাতাসের গতি
পিরোজপুরে মহাসেনের প্রভাবে ক্রমেই বাড়ছে বৃষ্টিপাত ও বাতাসের গতি
পিরোজপুরে মহাসেনের প্রভাবে ক্রমেই বাড়ছে বৃষ্টিপাত ও বাতাসের গতি। সেইসঙ্গে বাড়ছে পানির উচ্চতা।এদিকে, ভান্ডারিয়া উপজেলার ৩২ নং হরিণপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল সাইক্লোন সেল্টারে ফাটল দেখা দিয়েছে। এতে করে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ওই কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজন।
যোগাযোগ করা হলে জেলা প্রশাসক অনল চন্দ্র দাস জানান, ফাটল ধরা কেন্দ্র সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ব্যবস্থা নিতে বলা হয়েছে । তিনি বিকল্প ব্যবস্থা নেবেন।
জেলা প্রশাসক আরো জানান, বুধবার রাতেই জেলার মঠবাড়িয়ার কচুবাড়িয়া, খাতাছিড়া, ভোলমারা, সাপলেজা এবং ভান্ডারিয়ার টেলিখালী ও জুনিয়ার নিম্নাঞ্চল ৩ ফুট পানির নিচে তলিয়ে গেছে।
এছাড়া মঠবাড়িয়া উপজেলার মাঝের চরে দুইটি সাইক্লোন সেল্টারে পর্যাপ্ত জায়গা না থাকায় অনেক লোককে আশ্রয় দিতে না পারায় অনেকেই ঝুঁকির মধ্যে রয়েছেন। তবে তাদের কোথায় আশ্রয় দেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
অন্যদিকে, মহাসেনের প্রভাবে বৃষ্টিপাত ও ঝড়ো-হাওয়ায় পুরো জেলায় বিদ্যুৎ সরবারহ বন্ধ রয়েছে। বিঘ্নিত হয়ে পড়েছে ইন্টারনেট যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক।