বৃহস্পতিবার ● ১৬ মে ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » মহাসেন প্রথম আঘাত হানে পটুয়াখালীতে, সহস্রাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত
মহাসেন প্রথম আঘাত হানে পটুয়াখালীতে, সহস্রাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত
ঘূর্ণিঝড় মহাসেন পটুয়াখালীতে প্রথম আঘাত হেনেছে। সর্বোচ্চ ১০০ কিলোমিটার বেগে ধেয়ে যাওয়া ঝড়টির আঘাতে সহস্রাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ মুহূর্তে ঝড়টি কক্সবাজারের দিকে যাচ্ছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার দিকে ঘূর্ণিঝড়টি খেপুপাড়ায় আঘাত হানে বলে জানিয়েছে ঢাকার আবহাওয়া অফিস।
পটুয়াখালী জেলা প্রশাসক অমিতাভ সরকার জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত পাওয়া তথ্য মতে এ জেলায় সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে হাওলাদার বাড়ির মো. আনিস হাওলাদার নামে এক ব্যক্তি ঘর চাপা পড়ে আহত হয়েছেন বলে
কুয়াকাটার লতাচাপলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বারেক মোল্লা জানান, লতাচাপলি ইউনিয়নের মাত্র একটি সাইক্লোন শেল্টার সেন্টার রয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত বেশ কিছু মানুষ সেখানে আশ্রয় নিয়েছে।
বৃহস্পতিবার ভোর থেকে ভারি বর্ষণসহ প্রচণ্ড বেগে ঝড় বইছে। এতে আতঙ্কিত হয়ে পড়ে। তাই তার নেতৃত্বে এ ইউনিয়নের বাকি প্রায় ৩০ হাজার মানুষ কুয়াকাটা শহরের শতাধিক হোটেল-মোটেলে আশ্রয় নিয়েছে। এখানকার শতশত কাঁচ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে তিনি জানান। এখন ভাটার সময় হলেও পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
ওই ইউনিয়নের পল্লী চিকিৎসক আব্দুল খালেক হাওলাদার। দুর্গম চরাঞ্চল রাঙ্গাবালি উপজেলার চর বাংলা সাইক্লোন শেল্টার সেন্টারে শুকনো খাবারের অভাব দেখা দিয়েছে।
বেসরকারি সংস্থা স্পিড ট্রাস্টের কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন এ তথ্য জানান। তিনি সেচ্ছাসেবকের কাজ করছেন।