বৃহস্পতিবার ● ১৬ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » মহাসেন এর প্রভাবে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন
মহাসেন এর প্রভাবে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন
পটুয়াখালী জেলায় বিদ্যুৎ সরবারহ ও ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, বিঘ্নিত হয়ে পড়েছে মোবাইল নেটওয়ার্ক। মহাপ্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় মহাসেন এর প্রভাবে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ঝড়ো-হাওয়া শুরু হওয়ার কারনে পুরো জেলায় বিদ্যুৎ সরবারহ ও ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে জানাগেছে।
কলাপাড়া রাড়ার স্টেশন কর্মকর্তা প্রদীপ কুমার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সকাল ৬টা থেকে ৭৮ কিমি বেগে ঝড়ো-হাওয়া বইতে শুরু করেছে।
এদিকে, আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শরীফ মোহাম্মদ শামসুদ্দিন জানিয়েছেন, বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার ৬টা পর্যন্ত জেলায় ২৩২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এছাড়া ঝড়ো-হাওয়া ও বৃষ্টিপাতের ফলে জেলার ৮ উপজেলায় শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জেলা প্রশাসক অমিতাভ সরকার জানান, রাত আড়াইটা থেকে জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। যে কারণে মো্বাইল নেটওয়ার্ক বিঘ্নিত হচ্ছে ও ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অন্যদিকে, জেলার নদ-নদীতে ভাটা বিরাজ করায় পানির উচ্চতা স্বাভাবিক রয়েছে বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে।