বুধবার ● ১৫ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিটিও ফোরামের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়
সিটিও ফোরামের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়
গত ১৪ মে সিটিও ফোরাম বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে সিটিও ফোরামের বিভিন্ন কার্যক্রম অবহিত করার জন্য একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে, তথ্যপ্রযুক্তির উন্নয়নে সিটিও ফোরামে কি কি ভূমিকা পালন করছে তার বিস্তারিত বর্ণনা দেন সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার। তিনি বলেন জন্মলগ্ন থেকে সিটিও ফোরাম আন্তর্জাতিক আইটি ব্যক্তিত্বদের দেশে এনে বিভিন্ন টেকনিক্যাল আলোচনার আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায়, ১৭ মে, ঢাকার হোটেল রূপসী বাংলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় বাংলাদেশ সিআইও সামিট। সিটিও ফোরাম বাংলাদেশ ও ইউবিএম ইন্ডিয়া লিমিটেড এ সামিটের আয়োজন করছে। সামিটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সচিব মোঃ নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা চেম্বার অফ কমার্সের (ডিসিসিআই) সভাপতি সবুর খান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার।
তিনি আরও জানান, আগামী ২৫ মে, বিআইবিএম অডিটোরিয়ামে আরও একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারের বিষয় ঠিক করা হয়েছে ‘রোল অফ আইটি ইন টুইন্টি ফাস্ট সেঞ্চুরি ব্যাংকিং’। এই সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান। এই সেমিনারে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর নাজনীন সুলতানা, বিআইবিএম এর মহাপরিচালক ড. তৌফিক আহম্মেদ চৌধুরী এবং এবিবি (এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ) এর চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমীন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন থেকে সিটিও ফোরাম, আইটিতে কর্মরত মহিলাদের সংগঠন বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি (বিডাব্লিউআইটি) এবং আইটিতে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) নিয়মিত তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিটিও ফোরাম বাংলাদেশ সহ-সভাপতি নভেদ ইকবাল, মোসলেহ উদ্দিন, সাধারন সম্পাদক সৈয়দ মাছুদুল বারী, সহ-সাধারন সম্পাদক দেবদুলাল রায়, কোষ্যাধক্ষ ডঃ ইজাজুল হক সহ-কার্যনির্বাহী সদস্য হাসান তানভীর এবং মোঃ মহিউদ্দিন দেওয়ান। এই অনুষ্ঠানে বাংলাদেশ উইমেন ইন টেকনোলোজি’র (বিডাব্লিউআইটি) প্রেসিডেন্ট লুনা শামসুদ্দোহাসহ তথ্যপ্রযুক্তি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।