মঙ্গলবার ● ২৮ জুন ২০১১
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ফক্সকন নিয়ে এলো ছোট আকৃতির মাদারবোর্ড
ফক্সকন নিয়ে এলো ছোট আকৃতির মাদারবোর্ড
বিশ্ববিখ্যাত মাদারবোর্ড নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন এবার নিয়ে এসেছে ছোট আকৃতির মাদারবোর্ড এ৪১ঝ-ক। এই মাদারবোর্ডের সাথে সাপোর্ট করে কোর টু কোয়াড, কোর টু ডুয়ো এবং পেন্টিয়াম ডুয়েল কোর প্রসেসর। আর এর সাথে কর্মক্ষম র্যাম হচ্ছে ডিডিআর টু। আর এতে বিল্ট-ইন আছে ভিজিএ, অডিও এবং ল্যান কার্ড। আকারে ছোট হওয়ায় এই মাদারবোর্ডটি ছোট আকৃতির কেসিংয়ে বসানো এবং প্রতিটি ডিভাইস সহজে লাগানো যায় । আর তাই কম্পিউটার ব্যবহারকারীরা এই মাদারবোর্ডটিকে তাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। আকর্ষনীয় ছোট আকৃতির ফক্সকনের এই মাদারবোর্ডটি বাংলাদেশের সর্বত্র পাওয়া যাচ্ছে বিজনেসল্যান্ড লিমিটেডের হেড অফিস ও সকল শাখা মাধ্যমে। যোগাযোগের ঠিকানা: কাজী ভবন, ৩৯, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫। ফোন: ৯৬৭৭৬৭১-৪, ৮৬২২২৩৮-৪০।