রবিবার ● ১২ মে ২০১৩
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » সাতক্ষীরায় আইসিটি সচেতনতা কর্মসূচি
সাতক্ষীরায় আইসিটি সচেতনতা কর্মসূচি
বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ আয়োজনে গত ১১ মে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সচেতনতা কর্মসূচি। কর্মসূচির উদ্বোধনী আয়োজনে বাংলাদেশ কম্পিউটার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো: মঈনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বনশিল্প কর্পোরেশনের পরিচালক (পি এন্ড ডি) ও যুগ্ম-সচিব আহমেদুর রহিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার।
আহমেদুর রহিম সাতক্ষীরায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচি আয়োজন করার জন্য আইবিপিসি এবং বিসিএসকে ধন্যবাদ জানান। তিনি বলেন বর্তমানে তথ্যপ্রযুক্তির উপর নির্ভর করে আমাদের সন্তানেরা কর্মসংস্থানের পরিকল্পনা করছে। অনেকেই তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই আয় করছে। ওয়েব ডিজাইন, ওয়েব কনটেন্টসহ নানা প্রযুক্তি নির্ভর কাজ করে তারা বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে। সরকারি অনেক সেবাকে অনলাইনের আওতায় এনে জনভোগান্তি কমানো হচ্ছে। এখন থানায় সাধারণ ডায়েরী করা যায় অনলাইনের মাধ্যমে। এরকম অনেক সেবাকে অনলাইনের আওতায় আনা হয়েছে। আজকে যেখানে বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে মাত্র ৩০ মিলিয়ন ডলার আয় করে, সেখানে পার্শ্ববর্তী দেশ ভারতের আয় ৫০ বিলিয়ন ডলার। সুতরাং প্রযুক্তিতে আমাদের এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে তথ্যপ্রযুক্তির আজকের আয়োজন একটি কার্যকর পদক্ষেপ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার সমিতির কোষাধ্যক্ষ এবং কর্মসূচির সমন্বয়কারী মো: জাবেদুর রহমান শাহীন, সমিতির মহাসচিব মো: শাহিদ-উল-মুনীর, সমিতির পরিচালক মোস্তাফা জব্বার, এ.টি.শফিক উদ্দিন আহমেদ, আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের নির্বাহী অফিসার মীর শরিফুল বাশার এবং সাতক্ষীরা প্রি-ক্যাডেট একাডেমীর পরিচালক আনিসুর রহিম। অনুষ্ঠানে সাতক্ষীরার বিভিন্ন স্কুল-কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, সাতক্ষীরার জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সারাদিনের কর্মসূচিতে ডিজিটাল বাংলাদেশ, আউটসোর্সিং, কম্পিউটারের নানাবিধ কলাকৌশল, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, ডিজিটাল বাংলাদেশের পথে আমাদের অগ্রযাত্রা শীর্ষক ভিজ্যুয়াল প্রেজেন্টেশন, ভিডিও ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন, ডিজিটাল শিক্ষাক্রম ও ডিজিটাল পাঠ্যপুস্তকের ধরন নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন সমিতির পরিচালক এবং বিজয় বাংলা কী বোর্ডের আবিষ্কারক মোস্তাফা জব্বার। জিডিটাল শিক্ষা এবং শিশুদের জন্য ডিজিটাল শিক্ষার কনটেন্ট নিয়ে আলোচনা করেন বিজয় জিডিটালের প্রধান নির্বাহী জেসমিন জুঁই। শুধু আলোচনাই নয় ছিলো প্রশ্নোত্তর পর্ব এবং কুইজও। প্রশ্ন দাতা এবং সঠিক উত্তর দাতাদের জন্য ছিলো আর্কষণীয় পুরষ্কার। অনুষ্ঠানে সাতক্ষরার ১৫ টি স্কুল কলেজ থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বিসিএস এবং বিজয় ডিজিটালের পক্ষ থেকে কম্পিউটার শিক্ষা সম্পর্কিত সফ্টওয়্যার ও ভিডিও টিউটোরিয়াল উপহার হিসেবে প্রদান করা হয়।