বৃহস্পতিবার ● ৯ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » অনলাইনে এসএসসি এর রেজাল্ট জানুন
অনলাইনে এসএসসি এর রেজাল্ট জানুন
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আটটি সাধারণ এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ডের ফল হস্তান্তর করেন।প্রকাশিত ফলে মোট ৮ শিক্ষাবোর্ডে পাসের গড় হার ৯০.০৮।
এর মধ্যে রাজশাহী বোর্ডে সর্বোচ্চ ৯৪.০৩ ও ঢাকা বোর্ডে সর্বনিম্ন ৮৭. ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
এর বাইরে সিলেট বোর্ডে ৮৮. ৯৬, চট্টগ্রাম বোর্ডে ৮৮.০৪, কুমিল্লা বোর্ডে ৯০.৪১, বরিশাল বোর্ডে ৮৮.৬৩, যশোর বোর্ডে ৯২.৬২ ও দিনাজপুর বোর্ডে ৯০.৬০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৯.৩১। কারিগরি শিক্ষা এ হার ৮১.১৩।
প্রকাশিত ফলাফলে চট্টগ্রামে প্রথম হয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, দ্বিতীয় হয়েছে খস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে ফৌজদার হাট বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া চট্টগ্রাম বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ৩শ’শিক্ষার্থী।
যেভাবে অনলাইনে এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট জানবেন
অনলাইনে এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট জানতে প্রথমে ক্লিক করুন- http://www.educationboardresults.gov.bd/lite/index.php এই লিঙ্ক- এ ।
এর পর নিচের ছবির মত একটি পেইজ ওপেন হবে। সেখানে যার যার বোর্ড, পরীক্ষার সাল, রোল নম্বর লিখে সাবমিট বাটনে ক্লিক করুন, মুহূর্তেই দেখতে পারবেন আপনার কাংখিত রেজাল্ট।
অনলাইনে এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট জানুন,ssc result 2013,সিলেট বোর্ড,চট্টগ্রাম বোর্ড,কুমিল্লা বোর্ড,বরিশাল বোর্ড,যশোর বোর্ড,দিনাজপুর বোর্ড,comilla bord,shylhet bord,chittagonj board,borrsal bord,