বুধবার ● ৮ মে ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » ট্রিনিটি সিরিজের এএমডি প্রসেসর
ট্রিনিটি সিরিজের এএমডি প্রসেসর
সম্প্রতি বাজারে এসেছে এএমডির ট্রিনিটি সিরিজের এ৮-৫৬০০ এপিইউ মডেলের নতুন প্রসেসর। এই প্রসেসরটিতে রয়েছে এফএম২ সিপিইউ সকেট যা ট্রিনিটি ফিওশন এপিইউকে মাদারবোর্ডের সঙ্গে সংযোগ সহজেই করা যায়। প্রসেসরটির স্পীড হচ্ছে ৩.৬/৩.৯ এবং ক্যাশ মেমোরি ৪ এমবি যা ১০০ ওয়াট ক্ষমতা সম্পন্ন। এফএম২ সকেট অনেকটাই পূর্বের এফএম১ সকেটের সমতুল্য যা ৩১ x ৩১ গ্রিড পিনের উপর তৈরি যাতে রয়েছে ৫ x ৭ সেন্ট্রাল ভয়েড। এ ছাড়াও প্রসেসরটিতে রয়েছে এইচডি ৭৫৬০ডি মডেলের পৃথক কার্যক্ষমতার গ্রাফিক্সকার্ড।এ প্রসঙ্গে ইউসিসি- এর ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ারুল কাইয়ুম বলেন, যারা গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, গেম সহ
হাই রেজুল্যাশন গ্রাফিক্স ব্যবহার করে থাকেন তাদের জন্য এই প্রসেসরটি খুবই ভালো।
তিনি জানান, আমরা সবগুলো পন্যক্রয়ে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছি।
বিস্তারিত- ০১৮৩৩৩৩১৬০১-১৭
www.ucc-bd.com