সোমবার ● ৬ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » আউটসোর্সিং ব্যবসা বাড়াতে বিটুবি ম্যাচমেকিং
আউটসোর্সিং ব্যবসা বাড়াতে বিটুবি ম্যাচমেকিং
বেসিসের উদ্যোগে আইটি খাতে ব্যবসা সম্প্রসারণে বি টু বি ম্যাচ মেকিং ইভেন্টের গুরুত্ব বিষয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ৫ মে ২০১৩, রবিবার সকালে বেসিস সভাকক্ষে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানী উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান সুভাশীষ বসু, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানী উন্নয়ন বুরো মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদ। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বেসিস সভাপতি এ কে এম ফাহিম মাশরুর এবং মূল বক্তব্য উপস্থাপন করেন আইটিসির পরামর্শক এবং আইটিসি ও সিবিআই এর সহায়তায় বাস্তাবায়িত নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ড (এনটিএফ ২) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মার্টিন ল্যাবে।
মূল বক্তব্যে এই প্রকল্পের অধীনে বাংলাদেশের ৫০টি আইটি কোম্পানীর দেশে এবং দেশের বাইরে বেশ কয়েকটি বিটুবি ইভেন্টের তথ্য ও অর্জন তুলে ধরা হয়। সেই সাথে তিনি আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি মেলায় বাংলাদেশকে তুলে ধরতে যথাযথ ব্র্যান্ডিংয়ের প্রতি গুরুত্ব আরোপ করেন।
বেসিস সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেন, বিশ্বের বেশকিছু উল্লেখযোগ্য তথ্য প্রযুক্তি মেলা বন্ধ হয়ে গেছে তাছাড়া আইটি মেলায় অংশগ্রহণের চেয়ে বিটুবি ম্যাচমেকিং ইভেন্ট থেকে তুলনামূলক ভলো ফল পাওয়া যায়। তিনি আন্তর্জাতিক পর্যায়ে আইটি মেলার পাশাপাশি বছরে অন্তত একটি বিটুবি ইভেন্ট রপ্তানি উন্নয়ন ব্যুরোর মেলা ক্যালেন্ডারভুক্ত করা এবং তা আয়োজনে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রদানের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোকে অনুরোধ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে কাজ এবং দক্ষতা দিয়ে আমাদের দেশ সম্পর্কে বিদেশিদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানোর আহ্বান জানান। রপ্তানি উন্নয়ন ব্যুরোতে আইটি কোম্পানীর জন্য ওয়ার্কিং ক্যাপিটাল ফান্ডের সুযোগ রয়েছে বলে তিনি বেসিস সদস্যদের এ ফান্ডের জন্য আবেদন করতে উৎসাহিত করেন। সেই সাথে আইটি খাতে রপ্তানি প্রবৃদ্ধি প্রশংসনীয় উল্লেখ করে এ খাতের উন্নয়নে রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে সম্ভব সবরকম সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের ডেপুটি কো-অর্ডিনেটর মো. হাফিজুর রহমান খান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক (মেলা) হাবিবুর রহমান হোসাইনী এবং উল্লেখযোগ্য সংখ্যক বেসিস সদস্য অংশগ্রহণ করেন।