সোমবার ● ২৯ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » জেনে নিন কীবোর্ড কাজ না করলে কি করবেন
জেনে নিন কীবোর্ড কাজ না করলে কি করবেন
গুরুত্বপূর্ণ এমন কোন মুহূর্তে দেখা যায় যে আমাদের কীবোর্ড কাজ করছে না। তখন কার নয়া খারাপ লাগে? কমেন্ট করে জানাবেন।
কখনো যদি আপনার কীবোর্ড এর কোন কী না কাজ করে তাহলে আপনি অন স্ক্রিন কি বোর্ড এর সাহায্য নিতে পারেন।
এ জন্য আপনাকে প্রথমে start menu তে যেতে হবে
সেখানে run লিখুন-
run মেনু তে osk লিখুন-
তারপর enter চাপুন
তাহলেই পেয়ে যাবেন On scrin key board.
কখনো কখনো কীবোর্ড একেবারেই কাজ করেনা। কীবোর্ড সংযোগের সমস্যার কারনেই এটা হয়ে থাকে।
তখন ‘কন্ট্রোল পানালে’ যাবেন-
তারপর Ease of Access এ ক্লিক করবেন-
change how your key-board works এ ক্লিক করবেন-
‘ok’ ক্লিক করবেন-
‘Start On Scrin key board’ এ ক্লিক করবেন।
তাহলেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত ‘অন স্ক্রিন কি বোর্ড’ ।