মঙ্গলবার ● ১৮ অক্টোবর ২০১১
প্রথম পাতা » বিজ্ঞান ও প্রযুক্তি » যে কোন কিছুকেই টাচস্ক্রিন হিসেবে ব্যবহার করবে মাইক্রোসফট
যে কোন কিছুকেই টাচস্ক্রিন হিসেবে ব্যবহার করবে মাইক্রোসফট
টাচস্ক্রিন প্রযুক্তির উদ্ভাবক এপল একে নিজেদের নামে পেতে চেষ্টা করেছিল। পেটেন্ট অফিস সেই অনুমতি দেয়নি। মাইক্রোসফটের গবেষকরা বলছেন তারা এমন প্রযুক্তি উদ্ধাবন করেছেন যেখানে টাচস্ক্রিন হিসেবে ব্যবহারের জন্য বিশেষ ধরনের কিছু প্রয়োজন নেই, যে কোন কিছুকেই টাচস্ক্রিন হিসেবে ব্যবহার করা যাবে। সাধারন কাগজ কিংবা নিজের হাতকেও।
এতে তাদের এক্সবক্স ৩৬০ এর কাইনেক্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মুলত লেজার ভিত্তিক পিকো ক্যামেরা এবং ডেপথ সেন্সিং ক্যামেরা ব্যবহার করা হয়। বাস্তবে কোথায় স্পর্শ করা হয়েছে তাতে কিছু যায় আসে না। এর মাধ্যমে আঙুলকে শনাক্ত করা হয় এবং তার নড়াচড়া লক্ষ্য করা হয়।
ইউজার ইন্টারফেস সফটঅয়্যার এন্ড টেকনোলজি (ইউআইএসটি-২০১২) এর সিম্পোজিয়ামে এই প্রযুক্তি দেখানো হয়েছে।