রবিবার ● ২৮ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » সাভারের ক্ষতিগ্রস্থদের প্রসঙ্গে এক ফেসবুক ইউজার এর পোস্ট
সাভারের ক্ষতিগ্রস্থদের প্রসঙ্গে এক ফেসবুক ইউজার এর পোস্ট
বাংলাদেশের মোবাইল কোম্পানি গুলা কই???
এই ঢুকাইলে ঐ দেয়, বোনাসের উপর বোনাস দিবে, ২০ টাকা ঢুকাইলে ৩০০ টাকা দিয়া দেয়, একটা নাম্বারে সারা দিন রাত কুকাম করার বিশাল সুযোগ করে দেয়, এখন কই ওনারা?????
মোবাইল কোম্পানির নিজের টাকা থেকে টাকা দিতে কেও বলে নাই, কিন্তু আরও অনেক কিছু করা যায়, , , , , , যেমন
১. ওরা ঘোষণা দিতে পারে যে এমন তারিখে দুপুর ১২.০০ টা থেকে ১২.০১ পর্যন্ত এই এক মিনিট যারা কথা বলবে, সব টাকা… সাভারে ক্ষতিগ্রস্তদের দিয়ে দেওয়া হবে। দেখুক, এই এক মিনিটে বাংলার মানুষ কত কোটি টাকা জমা করতে পারে।
২. এরকম একটা বিশেষ নাম্বার চালু করতে পারে, যেখানে এস.এম.এস পাঠালে একাউন্ট থেকে ১০ টাকা করে কেটে নিবে। আমার মনে হয়,যে লোকটা সারাদিন রিক্সা চালিয়ে চাল কেনার টাকাটা কামায়, সেও ঐ ১০ টাকা পাঠাতে দ্বিধা করবেনা।
বাংলার ৫ কোটি মোবাইল ব্যাবহারকারি, প্রত্তেকে যদি ১টাকা করেও দেয় ৫ কোটি টাকা। এটুকু সাহায্য কি মোবাইল কোম্পানি করতে পারেনা??????
…. এ ধরনের একটি পোস্ট দিলেন ফেসবুক ইউজার ‘ইমরান নাসির’ আসুন আমরা সবাই তার এ রিপোর্ট- কে like দিয়ে স্বাগত জানাই।
On Facebook
Imran Nasir
about an hour ago