রবিবার ● ২৮ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঢাবি’র বানিজ্য অনুষদে জিপির ল্যাব
ঢাবি’র বানিজ্য অনুষদে জিপির ল্যাব
গ্রামীণফোন লিঃ, ঢাবির বানিজ্য অনুষদে একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব তৈরি করে দেবে। এই উপলক্ষে গত ২৭ এপ্রিল একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এই কম্পিউটার ল্যাবে থাকবে আধুনিক সার্ভারসহ ৫০টি কম্পিউটার এবং অন্যান্য সুবিধা। এছাড়াও ল্যাবটিতে বর্তমান ইন্টারনেট সংযোগের পাশাপাশি আরো ১৫ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ দেয়া হবে।
গ্রামীণফোনের সিইও বিবেক সুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ অধ্যাপক ডঃ মোঃ কামালুদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকি, উপ-উপাচার্য অধ্যাপক ডঃ শহিদ আখতার হোসেন, বানিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলি রুবাইয়াৎ উল ইসলাম, গ্রামীণফোনের সিটিও তানভীর মোহাম্মদ এবং ভারপ্রাপ্ত সিসিও তাহমিদ আজিজুল হক, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাদের সাথে এসময় উপস্থিত ছিলেন।
এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য বলেন, ‘শিক্ষায় আন্তর্জাতিক মান অর্জন করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থায় সম্ভাব্য সকল প্রকার প্রযুক্তি অন্তর্ভূক্ত করতে হবে। তবে এই লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোর বেসরকারিখাতের সহযোগিতা দরকার। এই স্থাপনা নির্মানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় গ্রামীণফোনকে ধন্যবাদ।’
গ্রামীণফোনের সিইও বলেন, ‘আশা করা যায় যে এই স্থাপনা বানিজ্য অনুষদের ছাত্র ও শিক্ষকদের শুধু জ্ঞান চর্চায় ইন্টারনেট ব্যবহারের সুবিধাই দেবে না এটা তাদের এই এলাকায় আরো উন্নত মোবাইল ফোন সেবা পেতে সাহায্য করবে।’