![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
মঙ্গলবার ● ১৮ অক্টোবর ২০১১
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ক্যানন প্রফেশনাল ডিজিটাল এসএলআর আগামী মার্চে বাজারে ছাড়া হবে
ক্যানন প্রফেশনাল ডিজিটাল এসএলআর আগামী মার্চে বাজারে ছাড়া হবে
ক্যানন তাদের সবচেয়ে উচু মানের ডিজিটাল এসএলআর ক্যামেরা ইওস ১ সিরিজের পরবর্তী মডেলের ঘোষনা দিয়েছে। ইওস ১ ডি এক্স নামের এই ক্যামেরার দাম ৬,৮০০ ডলার। বাজারে ছাড়া হবে আগামী বছর মার্চে।
নতুন ক্যামেরার নতুন ফিচারগুলির মধ্যে আছে ৬১ পয়েন্ট জাই ডেনসিটি রেটিকুলার অটোফোকাস সিষ্টেম, ১২ ফ্রেম/সে শ্যুটিং, ফুল ফ্রেম ১৮.১ মেগাপিক্সেল সিমোস সেন্সর এবং ১০০-৫১২০০ আইএসও। বিশ্বের সবচেয়ে দ্রুত সাটার ল্যাগ (৩৬ মিলিসেকেন্ড) এবং ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং।
এই ক্যামেরা ছাড়াও এরসাথে কাজ করার জন্য অয়ারলেস ফাইল ট্রান্সফারের জন্য একটি ইউনিট দেখিয়েছে তারা। ৬০০ ডলার দামের এই ডিভাইস ব্যবহার করে ওয়াইফাই এবং ব্লুটুথ ডাটা ট্রান্সফার, ইন্টারনেট ব্রাউজ ইত্যাদি কাজ করা যাবে।
এছাড়া ৩০০ ডলার দামের একটি জিপিএস সিষ্টেমও দেখানো হয়েছে।