রবিবার ● ২৮ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ৩০ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাকে সম্মাননা
৩০ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাকে সম্মাননা
ফেসবুক ভিত্তিক জনপ্রিয় গ্রুপ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’র দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩০ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাকে সম্মাননা দেয়া হয়েছে। ২৭ এপ্রিল ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) পরিচালিত এ গ্রুপের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে উদ্যোক্তা হয়েছেন এমন প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা দেয়া হয়। ‘দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ও উদ্যোক্তা সম্মাননা ১৪২০’ শীর্ষক এ আয়োজনের শুরুতে সাভারে স্মরণকালের ভয়াবহ ভবন ধসের দূর্ঘটনায় নিহতদের স্মরণে নিরবতা পালন করা হয় এবং দোয়া করা হয়। অনুষ্ঠানে উদ্যোক্তাদের সম্মাননা তুলে দেন বিডিওএসএনের সভাপতি ও জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এ সময়ে তিনি বলেন, ‘নতুন উদ্যোক্তারাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে সামনের দিকে। তবে সবাইকে নিজের ব্যবসার পাশাপাশি দেশের জন্য কিছু করতে হবে। আমার বিশ্বাস নতুন প্রজন্ম অনেক ভালো করবে যাদের নিয়ে আমি বেশ আশাবাদী।’ নতুন উদ্যোক্তাদের বিষয়ে তিনি জানান, কাজে সফলতা কিংবা অসফলতা দুটিই আসবে তাই বলে পিছিয়ে যাওয়া যাবে না, চেষ্টা করে যেতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন, অন্যরকম গ্র”পের চেয়ারম্যান মাহমুদুল হাসান, বেটারস্টোরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আনওয়ার, তথ্যপ্রযুক্তি সাংবাদিক মোহাম্মদ কাওছার উদ্দীন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া জুয়েল, বিডিওএসএনের কোষাধ্যক্ষ্য ও জনসংযোগ সমন্বয়ক নুরুন্নবী চৌধুরী হাছিব, বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নাসির খান, বিডিওএসএনের প্রোগ্রাম সমন্বয়ক প্রমি নাহিদ, চাকরি খুজব না চাকরি দেব গ্র”পের এডমিন সাজ্জাত হোসেনসহ অনেকে।
সম্মাননা প্রাপ্ত প্রতিষ্ঠান সমূহকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়। সম্মাননা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, সম্মাননা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, আমারগেজেট ডট কম, অ্যাডভান্সড অ্যাপস বাংলাদেশ লিমিটেড, দেশিশিল্প ডট কম, ইবাজারবিডি ডট কম, ইবিপণন ডট কম, বগুড়ার দই ডট কম, ওয়াও অনলাইন শপ ডট কম, প্রিয়শপ ডট কম, রাজশাহী উন্নয়ন, জোবক্স, আর ক্র্যাফট, সেইলর ইনফো টেক, শুভ অ্যাপারেলস, সফটকল, সিলহোস্ট আইটি, টি জোন, ইন্সট্যান্ট রিচার্জ, রিকন আইটি, কে আইটি, ভারটেক্স সোর্সিং বিডি, ক্যাম্পাসনিউজ২৪ বিডি ডট কম, ফোরসি মার্কেটিং সলিউশন, জাদুকাটা ট্যুরিজম, রূপকথা জামদানি, জলেডাঙ্গা ডট কম, রাইট ক্লিকস ডট কম, এবিএইচ ওয়ার্ল্ড আইটি একাডেমী, ডেভসটিম লিমিটেড, ক্রিপস পেমেন্ট, ইনকিউব ডিজাইন বিডি ও ইনফ্লাক লিমিটেড। অনুষ্ঠানে বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘উদ্যোক্তাদের সহযোগিতা এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ২০১১ সালে যাত্রা শুরু হয় ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ গ্রুপের । এখানে নতুন উদ্যোক্তাদের যেমন পরামর্শ দেয়া হয় তেমনি উদ্যোক্তাদের নানা বিষয়ে আলোচনাও করা হয়। গ্র”পের সদস্যদের মধ্যে যারা এখন সফল উদ্যোক্তা হয়ে উঠছেন তাদের সম্মাননা তাদের জন্য ছোট একটি স্বীকৃতি।’ একই গ্রুপের আওতায় আগামী ১-৩ জুন চট্টগ্রামে প্রযুক্তি উদ্যোক্তা সম্মেলন হবে বলেও জানান তিনি। গ্রুপের ঠিকানা (www.facebook.com/groups/uddokta)