শনিবার ● ২৭ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রকমারির “বুক রিভিউ প্রতিযোগিতার” পুরষ্কার বিতরণ
রকমারির “বুক রিভিউ প্রতিযোগিতার” পুরষ্কার বিতরণ
।। আইসিটি সংবাদ ।। বই পড়াকে উৎসাহিত করতে রকমারি ডট কম “বুক রিভিউ প্রতিযোগিতার” আয়োজন করে আসছে । এ ধারাবাহিকতায় গত ৩১ মার্চ শেষ হয়ে গেল আরেকটি আয়োজন। এই প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিতে গত ২৬ এপ্রিল অন্যরকম গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদুল হাসান সোহাগ এবং ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আবুল হাসান লিটন। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাতিঘর প্রকাশনীর স্বত্বাধিকার লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন, শরিফুল হাসান , রবিন জামান খান এবং শীর্ষস্থানীয় নানা প্রকাশনীর প্রকাশকবৃন্দ।
প্রতিযোগিতায় পোস্ট পড়া প্রায় হাজার খানেক রিভিউ থেকে মোট দশ জন রিভিউ দাতাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রথম স্থান অধিকারী বিজয়ী জিতে নিয়েছেন রকমারি থেকে পছন্দমত এককালীন ১০ হাজার টাকার বই, দ্বিতীয় স্থান অধিকারী ৫ হাজার টাকার বই, তৃতীয় স্থান অধিকারী ২ হাজার টাকার বই এবং বাকি সাত বিজয়ী ১ হাজার টাকার বই নেওয়ার সুযোগ।
উল্লেখ্য , এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রতিযোগীকে রকমারির সাইটে একাউন্ট খুলে পছন্দমত যেকোনো বইয়ের উপর ন্যুনতম ২০০ শব্দের রিভিউ লিখে পোস্ট করতে হয় ।