শনিবার ● ২৭ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » উইন্ডোজ সেভেন এর একটি মারাত্বক সমস্যা ও তার সমাধান
উইন্ডোজ সেভেন এর একটি মারাত্বক সমস্যা ও তার সমাধান
অধিকাংশ কম্পিউটার ব্যাবহার কারী-ই windows 7 ব্যাবহার করেন। কিন্তু windows 7 ব্যবহারকারী দের এমন একটি সমস্যায় পরতে হয় যেটি অনেকেই জানেনা। যারা লিমিটেড ইন্টারনেট ব্যাবহার করেন তারা যদি মডেম সংযুক্ত অবস্থায় কম্পিউটার রিস্টার্ট দেন তাহলে দেখবেন ওপেন হওয়ার সময় কিছু ফাইল আপডেট হচ্ছে। এভাবে যতবার রিস্টার্ট দিবেন ততবার-ই আপডেট হচ্ছে। এক সময় দেখবেন যে আপনার মডেমের ইন্টারনেট প্যাকেজ শেষ হয়ে গেছে। রিস্টার্টের সময় যে ফাইলগুলো আপডেট হয় সেগুলো কোন কাজেই আসেনা। তাই এ সমস্যা সমাধান করতে প্রথমেই আপনাকে কম্পিউটারের কন্ট্রোল প্যানেল- এ যেতে হবে। সেখানে উইন্ডোজ আপডেট নামক ফাইল এ যেতে হবে। বাম পাশে চেঙ্গ সেটিংস্ নামক অপশন এ ক্লিক করুন। তখন ইম্পরট্যান্ট আপডেট নামক একটি প্যানেল- এ কতগুলো অপশন পাবেন। আপনি নেভার আপডেট অপশন- এ ক্লিক করলেই এই সমস্যায় পড়বেন না।