শুক্রবার ● ২৬ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আইসিটি ডে পালন
আইসিটি ডে পালন
ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) ঘোষিত ‘গার্লস ইন আইসিটি ডে ২০১৩’ দিবস বাংলাদেশে যৌথভাবে পালন করলো বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি (বিডাব্লিউআইটি) এবং ইউসেপ-বাংলাদেশ। গত ২৫ এপ্রিল ইউসেপ-বাংলাদেশের মিরপুরস্থ প্রধান কার্যালয়ে এ উপলক্ষ্যে ইউসেপে অধ্যায়নরত সমাজের সুবিধা বঞ্চিত মেয়েদের নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বিডাব্লিউআইটি’র সভানেত্রী লুনা শামসুদ্দোহা এ দিবসের প্রতিপাদ্য নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, আইটিইউ’র সহযোগিতায় ২০১০ সাল থেকে জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশে প্রতিবছর এপ্রিল মাসের চতুর্থ বৃহস্পতিবার ‘গার্লস ইন আইসিটি ডে’ পালন করা হচ্ছে। এ দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশ্বব্যাপী নারী ও মেয়েদের ক্ষমতায়ন এবং কাজের উপযুক্ত পরিবেশ তৈরিকে উৎসাহিত করা। এ সময় তিনি বলেন, আইটিইউ’র ডেপুটি সেক্রেটারি জেনারেল হাওলিন জো গত বছর ইউসেপ কার্যালয় পরিদর্শন করেন। ঐ সময় ইউসেপের মেয়েদের ও বিডাব্লিআইটি’র কার্যক্রম দেখে তিনি অভিভুত হন। এরই ধারবাহিকতায় এ বছর বাংলাদেশে এ দিবসের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে ইউসেপ-বালাদেশের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আফতাব উদ্দিন আহমদ। তিনি বলেন, ইউসেপ বাংলাদেশ শ্রমজীবী দুস্থ শিশু-কিশোরদের সমন্বিত সাধারণ ও কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে।
বাংলাদেশে আমেরিকান সেন্টারের পাবলিক ডিপ্লোমেসি অফিসার ক্লাউডিয় এ পেজ এ সময় এসব সুবিধা বঞ্চিত মেয়েদের ফ্রি আমেরিকান সেন্টারের সদস্য করার ঘোষনা দেন। যার মাধ্যমে তারা আমেরকিান সেন্টারের লাইব্রেরী ব্যবহার, বই পড়া, ইন্টারনেট ব্যবহারসহ বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহন করতে পারবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সংবাদের সাংবাদিক ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সাবেক সভাপতি মোহাম্মদ কওছার উদ্দীন, বিআইজেএফ’র গবেষনা সম্পাদক নাজমুল হোসেন, সদস্য গোলাম দস্তগীর তৌহিদ, বিডাব্লিউআইটি’র সেক্রেটারি জেনারেল রেজওয়ানা খান, পরিচালক কামরুন আহমেদ ও নাজনীন নাহার।