শুক্রবার ● ২৬ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিশ্বে চলতি বছরে সাংবাদিক মৃত্যু ৪২ জন।
বিশ্বে চলতি বছরে সাংবাদিক মৃত্যু ৪২ জন।
বিশ্বের বিভিন্ন দেশে চলতি বছর এ পর্যন্ত অন্তত ৪২ জন সাংবাদিক নিহত হয়েছেন। গত বুধবার এরুপ একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল নিউজ সেফটি ইনস্টিটিউট (ইনসি)। উক্ত রিপোর্টে ইনসি বলেছে, ‘বিশ্বের সব সরকারের উচিত প্রতিবেদকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া এবং সাংবাদিক হত্যাকারীদের বিচার করা। ইনসির পরিচালক রডনি পিন্ডার বলেন, ‘এটি আমাদের সুস্পষ্টভাবে মনে করিয়ে দেয়, বিশ্বব্যাপী সংবাদ সংগ্রহ করতে আমাদের কী মূল্য দিতে হয়।’ গত পাঁচ বছরের মধ্যে এপ্রিল ছিল গণমাধ্যমের জন্য সবচেয়ে রক্তাক্ত মাস। এ মাসে মোট ১৭ জন, অর্থাৎ প্রতি তিন দিনে দুজন সাংবাদিক নিহত হয়েছেন। সাম্প্রতিক ইতিহাসে গণমাধ্যমের জন্য সবচেয়ে বিপজ্জনক দুটি বছর ছিল ২০০৭, যখন ১৭২ জন সাংবাদিক নিহত হন এবং ২০০৬, যে বছর নিহতের সংখ্যা ছিল ১৬৮-তাঁদের অনেকেই মারা যান ইরাকে, সেখানে যখন তীব্র সাম্প্রদায়িক সহিংসতা চলছিল। অন্যান্যের মধ্যে এ বছর এযাবৎ হন্ডুরাসে নিহত হয়েছেন সাতজন সাংবাদিক, মেক্সিকোতে ছয়জন, পাকিস্তানে চারজন এবং কলাম্বিয়ায় তিনজন ও নাইজেরিয়ায় তিনজন। একজন করে নিহত হয়েছেন নেপাল, ভেনেজুয়েলা, সাইপ্রাস, রাশিয়া, ইকুয়েডর ও তুরস্কে।