বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » এনড্রয়েড মোবাইল দিয়ে বাংলা লেখার সহজ উপায়
এনড্রয়েড মোবাইল দিয়ে বাংলা লেখার সহজ উপায়
স্মার্টফোনের নতুন একটি অপারেটিং সিস্টেম এর নাম এনড্রয়েড। বিশ্ববাসীর কাছে এটি যেমনি জনপ্রিয় হয়েছে তেমনি বাংলাদেশেও এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এবার এনড্রয়েড ফোনের সাথে যুক্ত হয়েছে আর একটি মজার জিনিস এনড্রয়েড ব্যবহারকারী বাংলাদেশীদের দেবে বাংলা লেখার সুবর্ণ সুযোগ। এবার জেনে নিন কিভাবে এনড্রয়েড এ বাংলা লিখতে হয়-
এনড্রয়েড মোবাইল দিয়ে বাংলা লেখা সবচেয়ে সহজ ৷ এজন্য এনড্রয়েড মোবাইলের প্লে স্টোরে গিয়ে mayabi/avro/ multiling keyboard লিখে সার্চ দিন ৷ যেকোনো একটা দিবেন। সব গুলো কিবোর্ড দিয়েই সম্পূর্ণ কম্পিউটারের মত করে বাংলা টাইপ করতে পারবেন ৷ কিভাবে ব্যাবহার করবেন তা বিস্তারিত ঔখানেই পাবেন।