বুধবার ● ২৪ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ই-টেক অ্যাওয়ার্ডে ভোটিং শুরু
ই-টেক অ্যাওয়ার্ডে ভোটিং শুরু
সিটিআইএ ই-টেক অ্যাওয়ার্ড ২০১৩ প্রতিযোগিতায় শুরু হয়েছে অনলাইন ভোটিং। এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত বিভিন্ন দেশের বিচারকদের প্যানেলের সুচিন্তিত রায়ে ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে এ বছরের ই-টেক বিজয়ীদের তালিকা। আর প্রতিবছরের ন্যায় এ বছরেও চূড়ান্তবিজয়ীদের তালিকার বাইরে সাধারণ মানুষের ভোটে নির্বাচন করা হবে‘অনলাইন পিক’উইনার। এটি অনলাইনে ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে। ওয়্যারলেস ও মোবাইল প্রযুক্তির পণ্য ও সেবায় বিশ্বব্যাপী সুপরিচিত ও জনপ্রিয় ব্র্যান্ডগুলোকে ভোট দিয়ে নির্বাচিত করা যাবে‘অনলাইন পিক’-এর জন্য। এসব জনপ্রিয় ব্র্যান্ডেওমধ্যে রয়েছে সিসকো, স্যামসাং, এইচটিসি, এটিঅ্যান্ডটি, বেলকিন, এলজি প্রভৃতি। আগামী ২০ মে পর্যন্ত অনলাইনে এই ভোট প্রদান করা যাবে। ভোটপ্রদান শেষে ২১-২৩ মে অনুষ্ঠিতব্য সিটিআইএ ২০১৩-এর দ্বিতীয় দিন ২২মে তারিখে পুরস্কার প্রদান করা হবে।
অনলাইনে ভোট প্রদান করার ঠিকানা http://ctiait.ctia.org/etech/2013/public/index.cfm।
প্রসঙ্গত, সিটিআইএ ইমার্জিং টেকনোলজি অ্যাওয়ার্ডে বাংলাদেশ থেকে একমাত্র বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক-এর তথ্যপ্রযুক্তি পাতার বিভাগীয় সম্পাদক মোজাহেদুল ইসলাম।