বুধবার ● ২৪ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » পদ্মা সেতু দুর্নীতি,পিসি থেকে মুছে ফেলা তথ্য পুনরুদ্ধারের উদ্যোগ
পদ্মা সেতু দুর্নীতি,পিসি থেকে মুছে ফেলা তথ্য পুনরুদ্ধারের উদ্যোগ
পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতিতে ব্যবহূত কম্পিউটার ও ল্যাপটপ থেকে মুছে ফেলা তথ্য পুনরুদ্ধারে উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এই প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্র মামলার অন্যতম দুই আসামি সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী (নদী শাসন) কাজী মো. ফেরদাউসের ব্যবহূত কম্পিউটার ও ল্যাপটপ থেকে মুছে ফেলা তথ্য পুনরুদ্ধারে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত ওই দুজনের সঙ্গে এসএনসি-লাভালিনের যেসব ই-মেইল আদান-প্রদান হয়েছে, সেগুলো খতিয়ে দেখতে একজন কম্পিউটার বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছে দুদক।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহকারী প্রোগ্রামার হাসান-উজ-জামানকে এ কাজে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি জানান, হাসান-উজ-জামান পদ্মা সেতুর দুর্নীতির মামলার তদন্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ই-মেইলসহ বিভিন্ন বিষয় উদ্ধারের চেষ্টা চালাবেন।
জানা গেছে, মোশাররফ হোসেন ভূঁইয়া একটি ডেস্কটপ এবং কাজী ফেরদাউস একটি ডেস্কটপ ও একটি ল্যাপটপ ব্যবহার করতেন। দায়িত্বপ্রাপ্ত কম্পিউটার বিশেষজ্ঞ ওই সব ডেস্কটপ ও ল্যাপটপ থেকে তথ্য পুনরুদ্ধারের কাজ করবেন। এছাড়া মামলার আসামি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. রিয়াজ আহমেদ জাবের সেতু ভবন থেকে আইএফপি (রিকোয়েস্ট ফর প্রপোজাল) চুরি করে আরেক আসামি এসএনসি-লাভালিনের মোহাম্মদ ইসমাইলের কাছে ই-মেইল করেন বলে দুদক সূত্রে জানা গেছে। কম্পিউটার বিশেষজ্ঞ এসব ই-মেইল উদ্ধারের চেষ্টা চালাবেন।