বুধবার ● ২৪ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » জেনে নিন কম্পিউটার কেন হঠাৎ বন্ধ হয়ে যায়
জেনে নিন কম্পিউটার কেন হঠাৎ বন্ধ হয়ে যায়
বর্তমানে কম্পিউটার মানুষের কাছে এতটাই গুরুত্বপূর্ণ হয়েছে যে এটা ছাড়া কোন কাজ-ই সম্পাদনের কথা চিন্তা করা যায়না। কিন্তু গুরুত্বপূর্ণ কোন কাজ করার সময় যদি হঠাৎ কম্পিউটার যদি বন্ধ হয়ে যায় তখন কেমন লাগবে তা আপনার কমেন্টে জানাবেন। এবার আপনাকে জানিয়ে দিচ্ছি কম্পিউটার বন্ধ হওয়ার কিছু কারন-
১। পরিমানের চেয়ে ভোল্টেজ বেশি বা কম হলে।
২। প্রসেসরের ফেন না ঘুরলে/ঠিক ভাবে লাগানো না থাকলে।
৩। ভাইরাস জনিত কারনে।
৪। পিসির কেবল গুলো লোজ কানেকশন থাকলে।
৫। মাদার বোর্ডের সাথে RAM এর Bus Speed এর মিল না থাকলে।