শনিবার ● ২০ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » আসুসের নতুন মাল্টিমিডিয়া নোটবুক
আসুসের নতুন মাল্টিমিডিয়া নোটবুক
আসুসের এক্স৪৫সি মডেলের নতুন মাল্টিমিডিয়া নোটবুক। ১৪-ইঞ্চির প্রশস্ত পর্দার এই নোটবুকটিতে রয়েছে ২.২ গিগাহার্জ গতির ইন্টেল কোরআই-৩ প্রসেসর, ২ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ড ডিস্ক, ডিভিডি রাইটার, থ্রিডি অডিও, বিল্ট-ইন স্পিকার এবং মাইক্রোফোন। ডেটা আদান-প্রদানের পাশাপাশি বর্হিবিশ্বের সাথে যোগাযোগ রক্ষায় এতে রয়েছে ওয়্যারলেস ল্যান (৮০২.১১বি/জি/এন), গিগাবিট ইথারনেট, ব্লুটুথ, ওয়েবক্যাম, ইউএসবি ৩.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট প্রভৃতি। এছাড়া নোটবুকটিতে রয়েছে আর্গনমিক কীবোর্ড এবং আইসকুল প্রযুক্তি, তাই দীর্ঘক্ষণ টাইপ করলেও হাতে ঠান্ডা অনুভূত হবে এবং হাত ব্যথা হবে না। এর মূল্য ৩৭,৯০০/- টাকা।
সূত্র- গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লি:
যারা প্রোডাক্টটি ব্যবহার করেছেন তারা এর ভাল মন্ধ রিভিউ করতে পারেন। এতে পণ্যের গুনগত মান বাড়াতে প্রতিষ্ঠানগুলো আগ্রহী হবে।