শনিবার ● ২০ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » ঘরে বসে ওয়েব ডিজাইন শিখুন » ওয়েব ডেভেলপে যারা একেবারেই নতুন তাদের যে বিষয় গুলো জানা উচিৎ
ওয়েব ডেভেলপে যারা একেবারেই নতুন তাদের যে বিষয় গুলো জানা উচিৎ
** যদিও শাব্দিক অর্থ ভিন্ন তবু ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট একি অর্থে ব্যাবহার করে এর শাব্দিক অর্থ লঙ্ঘন করা হচ্ছে। আপনি যদি বলেন আমি ওয়েব ডিজাইনার তাহলে ধরা হয় আপনি ডেভেলপমেন্ট এর কাজও জানেন। আসল অর্থ হল-ওয়েব ডেভেলপার=যে প্রোগ্রামার,কোডিং করে,অ্যাপ্লিকেশন তৈরী করে। আর ওয়েব ডিজাইনার=যে ডিজাইন করে,সাইটের বাহ্যিক রুপ কেমন হবে তা তৈরী করে,কোডিং করেনা।প্রত্যেক ওয়েব ডেভেলপার এর নিচের বিষয়গুলি জানা উচিৎ
১। কিভাবে www কাজ করে
২। এইচটিএমএল
৩। সিএসএস
৪। জাভাস্ক্রিপ্ট
৫। এক্সএমএল
৬। সার্ভার স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ
৭। SQL দিয়ে ডেটাবেস বানানো